ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পার্লামেন্টে বাঁদরের বাঁদরামি

প্রকাশিত: ০৫:২৪, ৩০ জুলাই ২০১৬

পার্লামেন্টে বাঁদরের বাঁদরামি

বাঁদরের বাঁদরামি দেখানোর জন্য কোন স্থান কাল পাত্রর দরকার পড়ে না। পৌরানিক কাহিনী থেকেই এর প্রমাণ পাওয়া যায়। বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টের লাইব্রেরিতে চরে বেড়াল একটি বাঁদর। মর্যাদাপূর্ণ লাইব্রেরিতে বাঁদরের বাঁদরামি বন্ধ করতে রীতিমতো হিমশিম খেতে হলো পার্লামেন্টের রক্ষীদের। বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনের পূর্বে যখন মন্ত্রীরা বিপক্ষকে ধরাশায়ী করার পরিকল্পনা করছেন ঠিক তখনই এক বাঁদর ঢুকে পড়ল লাইব্রেরিতে। এবার বাঁদর ঢুকে যা করে থাকে সেটাই করল। ৩০ মিনিট ধরে সে মনের আনন্দে চরে বেড়াল পার্লামেন্টের লাইব্রেরি। ইলেকট্রিকের তারকে গাছের ডালপালা ভেবে লাফিয়ে বেড়াল সে। লাইব্রেরির টেবিল চেয়ারের ওপর দিয়ে হাইজাম্প, লংজাম্পের খেলাও দেখাল। দেরিতে হলেও রক্ষীরা বাঁদর তাড়াতে ছুটে আসেন। তবে এতে বিপদ আরও বাড়ে। পালাবার পথ খুঁজে না পেয়ে বাঁদরামি আরও বেড়ে যায়। টানা আধঘণ্টা ধরে নাজেহাল করার পর শেষ পর্যন্ত ভিআইপি গেট দিয়ে পালাবার পথ খুঁজে পায় সে। বাঁদরটি বেরিয়ে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচেন লাইব্রেরির কর্মীরা। তৎক্ষণাৎ লাইব্রেরির সকল দরজা বন্ধ করে দেয়া হয়। -ওয়েবসাইট
×