ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিলুপ্তির পথে মৌমাছি...

প্রকাশিত: ০৫:১৬, ৩০ জুলাই ২০১৬

বিলুপ্তির পথে মৌমাছি...

কীটনাশকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সুন্দর পতঙ্গ মৌমাছি। বুধবার একদল বিজ্ঞানী এ তথ্য জানিয়েছেন। তারা জানান সরাসরি পরাগায়নে সহযোগিতাকারী জরুরী পতঙ্গ মৌমাছির বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ খবরে প্রাণী বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। গবেষণাপত্রটি প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি নামক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, অতিমাত্রায় নিউনিকোটিনয়েড কীটনাশকের ব্যবহার পতঙ্গদের মধ্যে মহামারী রূপে বন্ধ্যত্ব ছড়িয়ে দিতে পারে। ডেকে আনতে পারে তাদের বিলুপ্তি। কিন্তু এসব পতঙ্গ কৃষি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর শত শত কোটি ডলার মূল্যমানের পরাগায়নে ভূমিকা রাখে এই পতঙ্গ। পরীক্ষায়, মৌমাছিদের দুটি দলে ভাগ করেন গবেষকরা। একদলকে এমন পরাগরেণু খেতে দেয়া হয়, যার প্রতিটিতে দুটি করে নিউনিকোটিনয়েড অণু রয়েছে। অন্য দল মৌমাছিকে স্বাভাবিক পরাগরেণু খেতে দেয়া হয়। যাতে ওই কীটনাশক নেই। এভাবে ৩৮ দিন পার হলে বিজ্ঞানীরা পুরুষ মৌমাছির বীর্য সংগ্রহ করে পরীক্ষা করেন। দেখা যায়, কীটনাশকযুক্ত পরাগ গ্রহণকারী মৌমাছির মধ্যে প্রজননে সক্ষম জীবিত স্পার্ম সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে। তারা আর জীবৎকালে কোন নারী মৌমাছির গর্ভসঞ্চার করতে পারেনি। রহস্যজনক কারণে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অনেক অঞ্চলে মৌমাছি হ্রাস পাচ্ছে আশঙ্কাজনক হারে। তাছাড়া বিলুপ্তির জন্য পরজীবী কীট, ভাইরাস, ছত্রাককেও দায়ী করা হয়ে থাকে। বিজ্ঞানীদের গবেষণায় প্রাপ্ত কীটনাশকের প্রভাবে বন্ধ্যত্ব ঘটার তথ্যটি মৌমাছির বিলুপ্তির ক্ষেত্রে নতুন একটি কারণ যোগ করল। Ñনেচার সায়েন্স ও বিবিসি।
×