ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মৃত্যুদণ্ড প্রাপ্ত রাজাকার আশরাফের ভাইসহ গ্রেফতার ১৭৫

প্রকাশিত: ০৫:১৬, ৩০ জুলাই ২০১৬

মৃত্যুদণ্ড প্রাপ্ত রাজাকার আশরাফের ভাইসহ গ্রেফতার  ১৭৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে চলমান পুলিশের সাঁড়াশি অভিযানে অন্তত এক শ’ ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মৃত্যুদ-প্রাপ্ত লন্ডনে পলাতক কুখ্যাত রাজাকারের ভাই রয়েছে। জানা গেছে, চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সক্রিয় সদস্য, বাঁশখালী ও পটিয়া থেকে অস্ত্র ও গুলিসহ দুই শিবির ক্যাডার এবং আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, দিনাজপুর থেকে ১৯টি তাজা বোমাসহ ৩ জেএমবি সদস্য, সাতক্ষীরা থেকে জামায়াত-শিবিরের ২৯ কর্মীসহ ৭৩ জন, রংপুরে চার্জশীটভুক্ত ৩ জামায়াত কর্মীসহ ৬৫ জনকে, শহীদ বুদ্ধিজীবী হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি রাজাকার আশরাফুজ্জামান খানের ভাই চুয়াডাঙ্গার দর্শনার জামায়াত নেতা আনোয়ার হোসেন খানসহ ১০ জন, নওগাঁয় শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। এ সময় বেশ কিছু অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। চট্টগ্রাম ॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন সেট ও ১১টি জিহাদী পুস্তক। পটিয়া ॥ বিশেষ অভিযানে চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ ২০জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন নারীসহ বিভিন্ন মামলার ৮জন সাজাপ্রাপ্ত আসামি, ১১জন পলাতক আসামি ও ইয়াবাসহ একজনকে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে পরিচালিত এক অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শুক্রবার সকালে এ সংক্রান্তে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। দিনাজপুর ॥ শহরে ১৯টি হাতবোমা ও ‘জঙ্গীবাদী’ বইসহ জেএমবির সদস্য সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শহরের রামনগর এলাকা থেকে তাদের ধাওয়া করে আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানিয়েছেন। আটককৃতরা হলো, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পলাশবাড়ি গ্রামের মোঃ আসাদুজ্জামান (২৪), ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দানারহাট গ্রামের শাহিনুর ইসলাম (২২) ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার ডাংগলিতা গ্রামের মনিরুজ্জামান (৩২)। সাতক্ষীরা ॥ পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২৩ কর্মীসহ ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। রংপুর ॥ আট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চার্জশীটভুক্ত ৩ জামায়াত কর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চালানো অভিযানে তারা গ্রেফতার হয়। চুয়াডাঙ্গা ॥ পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ১০ জনকে আটক করেছে। আটককৃতরা হলো জামায়াত নেতা দর্শনার আনোয়ার হোসেন খান (৬০), খোকন শেখ, আকছেদ আলী, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবর উদ্দিন, নজরুল ইসলমা, খোদাবক্স, সলেমান হোসেন ও ময়েন ম-ল। শুক্রবার ভোররাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আটককৃতদের মধ্যে জামায়াত নেতা দর্শনার আনোয়ার হোসেন খান শহীদ বুদ্ধিজীবী হত্যা মামলায় মৃত্যু দ-াদেশপ্রাপ্ত আসামি রাজাকার আশরাফুজ্জামান খানের ভাই। তার বিরুদ্ধে মাগুরার শ্রীপুর আদালতে সিআর-৭০১৬ মামলা রয়েছে। আশরাফুজ্জামান খান ৪৩ বছর ধরে আমেরিকা প্রবাসী। এছাড়া অন্যরা মাদক ও মারামারি মামলার আসামি। নওগাঁ ॥ নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে শুক্রবার নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্র শিবিরের অর্থ স¤পাদককে গ্রেফতার করেছে। এদিন বিকেল ৪টার দিকে থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শিবরামপুর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল হামিদকে (৩০) গ্রেফতার করেন। হামিদ ওই গ্রামের এশরাক আলীর ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত শিবির ক্যাডার হামিদের বিরুদ্ধে এলাকায় নাশকতা কর্মকা- চালানোর পরিকল্পনা করার অভিযোগসহ তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের গ্রেফতার এড়িয়ে পালিয়ে থাকার পর এদিন বাড়ি আসে।
×