ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গী নিয়ে আতঙ্ক বেড়েছে রাজধানীর মেসের বাসিন্দাদের

প্রকাশিত: ০৫:১৫, ৩০ জুলাই ২০১৬

জঙ্গী নিয়ে আতঙ্ক বেড়েছে রাজধানীর মেসের বাসিন্দাদের

জনকণ্ঠ রিপোর্ট ॥ স্মরণকালের ভয়াবহ গুলশান হামলা এবং শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে জঙ্গী হামলার পর বেশ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গীদের নির্মূলের লক্ষ্যে সারাদেশে বিশেষ অভিযান চলছে ও নজরদারি বাড়িয়েছে প্রশাসন। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে। আর এ কারণেই জঙ্গী ইস্যুতে রাজধানীর মেসে (শিক্ষার্থী বা কর্মজীবী মিলে একটি বাড়ি ভাড়া নেয়া) যারা বসবাস করেন তাদের মধ্যে বেড়েছে আতঙ্ক। তবে পুলিশের উর্ধতন কর্মকর্তারা বলছেন, অভিযান নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। পুলিশকে বন্ধু ভাবুন, সেই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উর্ধতন কর্মকর্তারা। চলতি মাসের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশী-বিদেশী মোট ২২জন নিহত হয়। আর ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের কমান্ডো অভিযানে নিহত হয় ছয় জঙ্গী। এরপর থেকেই মূলত নড়েচড়ে বসে প্রশাসন। এর পরপরই কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা চালায় জঙ্গীরা। মূলত তাদের টার্গেট ছিল ঈদ জামাত কিন্তু পুলিশের কড়া নিরাপত্তার কারণে ভেতরে প্রবেশের সুযোগ পায়নি। তাই পুলিশের উপরই হামলা চালায় তারা। ঐ সময় পুলিশের সঙ্গে জঙ্গীদের গোলাগুলিতে দুই পুলিশ কনস্টেবলসহ চারজন নিহত হয়। ঈদের পর রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান আরও জোরালোভাবে শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই অভিযান মূলত সন্দেহজনক বিভিন্ন মেসেই হচ্ছে বেশি। আর এ কারণে চরম আতঙ্কে আছেন রাজধানীর মেস মেম্বাররা। রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার চাকরিজীবী মানুষও মেসে জীবনযাপন করে থাকেন। শুধু অবিবাহিত মানুষই নয়, বিবাহিত মানুষও এই মেস জীবনে অভ্যস্ত হয়ে গেছেন। রাজধানীর প্রায় সব এলাকাতেই কমবেশি মেস রয়েছে। মেস এলাকা হিসেবে পরিচিত ফার্মগেট, পশ্চিম রাজাবাজার, ফকিরাপুল, যাত্রাবাড়ী, বাড্ডা, ভাটারা, কল্যাণপুর, মোহাম্মদপুর, খিলক্ষেতসহ আরও কিছু এলাকা। তবে আবাসিক এলাকা হিসেবে যেসব এলাকা পরিচিত সেসব এলাকায় প্রচুর মেস রয়েছে। সে হিসেব কষলে বাদ যাবে না ধানম-ি, ইস্কাটন বা মিরপুরের মতো এলাকাও।
×