ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১০, ৩০ জুলাই ২০১৬

টুকরো খবর

পীরগাছায় বজ্রপাতে দু’শিশুর মৃত্যু সংবাদদাতা, রংপুর, ২৯ জুলাই ॥ পীরগাছায় বজ্রপাতে পিংকু চন্দ্র বর্মণ (১২) ও বিজয় চন্দ্র বর্মণ (১০) নামে দুই ভাই নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কল্যাণী ইউনিয়নের বিহারী পাড়া (খরখরিরহাট) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিংকু ও বিজয় সম্পর্কে আপন চাচাত ভাই বলে জানা গেছে। জানা যায়, ওই এলাকার বাদল চন্দ্র বর্মণের ছেলে পিংকু ও বিজয় বাড়ির সামনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে খেলা করছিল। বেলা ১২টার দিকে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দু’ভাইয়ের মৃত্যু হয়। নেত্রকোনায় দুই কৃষক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা থেকে জানান, নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এরা হলো, কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের আলম মিয়া (৩০) ও পূর্বধলা উপজেলার হুগলা এলাকার মেরাজ শেখ (৪৫)। জানা গেছে, শুক্রবার সকালে কেন্দুয়ার ছয়দুন গ্রামের আলম মিয়া কালিয়ান বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। অন্যদিকে পূর্বধলার হুগলা এলাকার মেরাজ শেখ বৃহস্পতিবার সন্ধ্যায় জমিতে কাজ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কচুয়ায় কৃষক নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর থেকে জানান, কচুয়ায় বিল্লাল প্রধান (৪০) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের বিল্লাল প্রধান গরুর ঘাষ কাটতে পার্শ্ববর্তী বিলে গেলে আচমকা বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৯ জুলাই ॥ ভেদরগঞ্জ উপজেলার ১৯ নং উত্তর মহিসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দের যৌন হয়রানির ভয়ে ছাত্রীরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দের বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছে। এলাকাবাসী জানান, বুধবার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে (আলিফা আক্তার) প্রধান শিক্ষক বিশ্বনাথ দে নিজ অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করার পর থেকে ওই ছাত্রী এখন লোকলজ্জার ভয়ে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। যৌন হয়রানির শিকার ওই ছাত্রীর মা শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষক বিশ্বনাথ দের আচার-আচরণ ভাল না। সে আমার মেয়েকে তার কক্ষে ডেকে নিয়ে শরীরে হাত দেয় তখন মেয়েটি চিৎকার করে বিদ্যালয়ের অন্য ম্যাডামদের নিকট দৌড়ে গিয়ে আশ্রয় নিয়েছে। এ ঘটনার পর থেকে আমার মেয়ে এখন স্কুলে যেতে ভয় পাচ্ছে। আমার মেয়ের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমি এই প্রধান শিক্ষকের উপযুক্ত শাস্তি চাই। এলাকাবাসী জানান, এর আগেও শিক্ষক বিশ্বনাথ দে ছাত্রীদের যৌন হয়রানি করে পার পেয়ে গেছে। এর বিচার না হলে একের পর এক ছাত্রীরা যৌন হয়রানির শিকার হবে। এ ব্যাপারে প্রধান শিক্ষক বিশ্বনাথ দে বলেন, ঘটনা তেমন কিছুই না। আমি ক্লাসে গিয়ে মেয়েটিকে পড়া জিজ্ঞাসা করেছি, সে পড়া পারে কিনা। তখন মেয়েটি কেদে দেয়। ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন খান বলেন, আমরা বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অচেতন করে বাসায় লুট স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ স্প্রে করে বাসার লোকজনকে অচেতন করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে গেছে চোর। নগরীর হাওলদারপাড়ার কালিবাড়ি রোডের ২/২০ নং ‘মিলন কুঞ্জ’ বাসায় এ চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে রান্নাঘরের দিক থেকে আসা একটি শব্দ শুনে তাঁর ঘুম ভেঙ্গে যায়। তিনি উঠে গিয়ে রান্নাঘরে এক যুবককে দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে তাঁর স্বামীকে ডাকেন। এর পরপরই যুবকটি গৃহকর্ত্রীর নাকে-মুখে কিছু একটা স্প্রে করলে তিনি তৎক্ষণাৎ জ্ঞান হারান। গৃহকর্তা বিপ্লব সরকার স্ত্রীর চিৎকার শুনে রান্নাঘরে আসামাত্র যুবকটি তাঁর দিকেও স্প্রে নিক্ষেপ করলে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর সকালে জ্ঞান ফিরলে তিনি দেখতে পান, রান্নাঘরের জানালার গ্রিল কাটা এবং ঘরের জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে আছে। প্রায় ১০ থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে চোর চম্পট দেয়। দুপুর ১টা পর্যন্ত দুজনের জ্ঞান না ফেরায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিদ্যুতের তারে জড়িয়ে হাজরা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে বোতলাগাড়ী ইউনিয়নের কিশামত কাদিখোল গ্রামে। নিহত গৃহবধূ ওই গ্রামের দিনমজুর খেতাব উদ্দিনের স্ত্রী। জানা যায়, ঘটনার সময় নিজ বাড়ির ঘরে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার সরানোর চেষ্টার সময় স্পৃষ্ট হয়ে তার ঘটনাস্থলে মৃত্যু হয়। বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় আকুল (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। শুক্রবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ও নিহত যুবকের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আকুল বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ গ্রুপের লোকজন তাকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার দুপুরে ফুলতলা এলাকার চককানপাড়ার সীমানা প্রাচীর দেয়া একটি জায়গার ভেতর তার লাশ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, আকুলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। যে স্থানে তার লাশ পাওয়া যায় ইতোপূর্বে সেখানে প্রতিপক্ষ গ্রুপের একজন খুন হয়েছিল।
×