ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউজিসিতে কর্মশালা

প্রকাশিত: ০৪:১০, ৩০ জুলাই ২০১৬

ইউজিসিতে কর্মশালা

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের পরিচালক ও অতিরিক্ত পরিচালকগণ মালয়েশিয়া, ভারত ও থাইল্যান্ডে কোয়ালিটি এ্যাসিউরেন্সের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। বুধবার কোয়ালিটি এ্যাসিউরেন্সের ওপর প্রশিক্ষণার্থীদের বিদেশী প্রশিক্ষণ সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক কর্মশালা ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোয়ালিটি এ্যাসিউরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্ত, এনডিসি। -বিজ্ঞপ্তি জেইউজে নির্বাচন সাজেদ সভাপতি মিলন সম্পাদক স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন ও যুগ্ম সম্পাদক পদে রেজাউল করিম রুবেল নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সাজেদ রহমান বকুল, সহসভাপতি প্রদীপ ঘোষ, কোষাধ্যক্ষ মারুফ কবীর, সদস্য সফিক সায়ীদ ও মিরাজুল কবির টিটো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনামূল্যে চিকিৎসা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার কুকুটিয়ার পশ্চিম নাগরবাগ বায়তুল নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা দেয়া হয়। পশ্চিম নাগরবাগ বায়তুল নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি হাজী ইউনুস কবীরের ব্যবস্থাপনায় ও ঢাকার ধানম-ির পপুলার ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডায়াবেটিস ফুট কেয়ার কনসালটেন্ট ডাঃ এমএ সায়েমের তত্ত্বাবধানে এলাকার প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয়। এখানে ডায়াবেটিস, শিশু, জেনারেল ও গাইনি রোগীদের চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাসেবা দেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আনোয়ার হোসেন, জেনারেল রোগীদের ডাঃ সান, ডাঃ মুন, চক্ষুরোগে ডাঃ রাহাত বিন হাবিব এবং গাইনি রোগীদের ডাঃ তাসমিনা ও ডাঃ শামান্তা। পাচারকারীর হাত থেকে তিন শিশু উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা উপজেলার খারিজা গোলনা আশ্রয়ণ থেকে গত ২৪ জুলাই নিখোঁজ তিন মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুরা হলো হাবিজা আকতার, মর্জিনা এবং ফুলবানু। অভিযোগ মতে এদের পাচারের উদ্যোগে একই এলাকার খায়রুল ইসলাম ওরফে জীবন ওরফে জাহিদ নামে এক যুবক রংপুরের একটি বাসে তুলে দেয়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী থানার আশ্রয় নেয়। ঘটনার মূল হোতা জীবনকে পুলিশ গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকার কাঁচপুর এলাকা থেকে তাদের উদ্ধার করে জলঢাকা ফিরিয়ে আনা হয়েছে। সেলাই মেশিন বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের লটারি বিজয়ীকে শুক্রবার সকালে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। লটারি বিজয়ী উপজেলার বাকাল ইউনিয়নের সরবাড়ি গ্রামের আশুতোষ রায়ের স্ত্রী মাধবী রায়কে সেলাই মেশিন প্রদান করা হয়। শুক্রবার সকালে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটন, উপজেলা বিকশিত নারী নেটওয়ার্কের উপজেলা সভনেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার, ইউপি সদস্য নির্মল বিশ্বাস, নারী নেত্রী মাধবী রায়। অভিনব প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ জুলাই ॥ মহাদেবপুর উপজেলার অবহেলিত রজয়পুর গ্রামের শিক্ষার্থীরা গ্রামের একমাত্র রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় শুক্রবার সকালে কর্দমাক্ত রাস্তার ওপর ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছে। এ গ্রামে তিন শতাধিক মানুষের বসবাস। গ্রামের মধ্যদিয়ে তাদের চলাচলের একমাত্র মাটির রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কারের ছোঁয়া লাগেনি। ফলে প্রতিবছরের ন্যায় চলতি বর্ষা মৌসুমেও হাঁটু-সমান কাদাপানি জমে গেছে রাস্তায়। এতে গ্রামে বসবাসকারী নারী পুরুষের পাশাপাশি পার্শ¦বর্তী পাতনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাট-চকগৌরী উচ্চ-বিদ্যালয়ে পড়ুয়া অন্তত ৭০ জন শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যেদিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে থাকে।
×