ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে কলেজশিক্ষক পাঁচ মাস ধরে নিখোঁজ

প্রকাশিত: ০৪:১০, ৩০ জুলাই ২০১৬

শাহজাদপুরে কলেজশিক্ষক  পাঁচ মাস ধরে নিখোঁজ

সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ২৯ জুলাই ॥ শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও স্টাডিজ বিভাগের প্রভাষক জহুরুল ইসলাম পাঁচ মাস ধরে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাচ্ছেন না পরিবারের সদস্যরা। এ ব্যাপারে তার স্ত্রী ঠুঁটিয়া কলেজের ইসলামের ইতিহাস ও স্টাডিজ বিভাগের প্রভাষক শাহানা সুলতানা সীমা বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি ব্যবসার পাওনা টাকা আনার কথা বলে দু’দিনের জন্য রাঙ্গামাটিতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।’ সীমা আরও জানান, প্রথম দিকে ১৫-২০ দিন পর পর মোবাইল ফোনে তার সঙ্গে কথা হতো। সে সময় তিনি নানা টালবাহানার কথা বলে ফোন কেটে দিতেন। গত আড়াই মাস ধরে তার সঙ্গে আর কথা হয় না। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার সঙ্গে আর কোন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলেও তার স্ত্রী জানিয়েছেন। ব্যবসা করে অনেক ঋণ হয়ে পড়ায় গা-ঢাকা দিয়েছেন- এমনটি ধারণা করে তেমন গুরুত্ব দিয়ে খোঁজা হয়নি এতদিন। এ ব্যাপারে থানায়ও কোন জিডি করা হয়নি। ষষ্ঠ শ্রেণী পড়ুয়া তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। এ ব্যাপারে জামিরতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী প্রথমে মুখ খুলতে রাজি হননি। একপর্যায়ে তিনি জানান, প্রভাষক জহুরুল ইসলাম গত ২৬ ফেব্রুয়ারি থেকে কলেজে আসছেন না। তিনি বহু লোকের কাছে ঋণী। পাওনাদাররা প্রায়ই কলেজগেটে এসে ভিড় করে। তাদের হাত থেকে রেহাই পেতে তিনি আত্মগোপনে রয়েছেন, প্রথম দিকে এমন ধারণাই করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে কলেজে অনুপস্থিত থাকায় তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। এছাড়া শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে তার কলেজে অনুপস্থিত ও নিখোঁজের বিষয়টি শিক্ষা অধিদফতরের সকল দফতরে জানানো হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম জানান, প্রভাষক জহুরুল ইসলামের নিখোঁজের বিষয়টি তাদের জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কিছু জানায়নি।
×