ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ব্যাংক কর্মকর্তা নারী নির্যাতন মামলায় আটক

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৯, ৩০ জুলাই ২০১৬

টুকরো  খবর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৯ জুলাই ॥ নারী নির্যাতন মামলার আসামি কাজী আহাম্মেদ ইকবাল তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ফার্মাস ব্যাংকের শাখা থেকে ফতুল্লা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাজী আহাম্মেদ ইকবাল তুহিন ওই এলাকার কাজী হাজী সামসুদ্দিন আহাম্মেদের ছেলে। ফতুল্লা থানা সূত্রে জানা যায়, ৯ মাস আগে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার শফিকুল ইসলামের মেয়ে লামিয়া ফেরদৌসির সঙ্গে কাজী আহাম্মেদ ইকবাল তুহিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই কাজী আহাম্মেদ ইকবাল তুহিনসহ শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূ লামিয়া ফেরদৌসির কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা না দেয়ায় গৃহবধূর ওপর নির্যাতন চালানো হয়। এ ঘটনায় গৃহবধূ লামিয়া ফেরদৌসি বাদী হয়ে কাজী আহাম্মেদ ইকবাল তুহিনসহ নির্যাতনকারীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দীর্ঘদিন কাজী আহাম্মেদ ইকবাল তুহিনসহ আসামিরা পলাতক ছিল। এর আগে গত ১৩ জুলাই যৌতুক মামলায় আহাম্মেদ ইকবাল তুহিনকে রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। জামিনে বেরিয়ে এসে আবার নির্যাতন করে। গৃহবধূ লামিয়া ফেরদৌসি ফতুল্লা থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লা থানা পুলিশ সিদ্ধিরগঞ্জ থানার ফার্মাস ব্যাংকের শাখা থেকে তাকে গ্রেফতার করে। আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। কিশোরীকে পিটিয়েছে বখাটেরা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৯ জুলাই ॥ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ি থেকে উঠিয়ে নিয়ে হবিগঞ্জের পল্লী বাকেরপুরে শাপলা আক্তার নামে এক কিশোরীকে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল বখাটে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সংঘটিত এ ঘটনার পর মুমূর্ষু অবস্থায় এই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সংশ্লিষ্ট গ্রামের আব্বাস মিয়ার কন্যা। শুক্রবার বিকেল পর্যন্ত এই কিশোরীর চিকিৎসা চললেও সে শারীরিক যন্ত্রনায় বিছানায় ছটফট করছে। পুলিশ জানায়, ওই গ্রামে লম্পট হিসেবে পরিচিত বখাটে মোতাব্বির শাপলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে শাপলা রাজি না হওয়ায় মোতাব্বির অসৎ উদ্দেশ্যে তার পিছু নিয়ে নানা অঘটনের হুমকি দেয়। এই বিষয়টি অভিভাবকদের পক্ষ থেকে মোতাব্বিরের পিতাকে জানানো হয়। এতে মোতাব্বির আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। যৌন উত্তেজক ওষুধসহ নওগাঁয় আটক এক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ জুলাই ॥ বৃহস্পতিবার রাতে নওগাঁর ধামইরহাটে ২২১ বোতল যৌন উত্তেজক ওষুধসহ একজনকে আটক করেছে র‌্যাব। জয়পুরহাট ক্যাম্পের ডিএডি ফিরোজ হোসেনের নেতৃত্বে র‌্যাব উপজেলার আগ্রাদ্বিগুন বাজার থেকে আলমগীরকে পাকড়াও করে। তার কাছ থেকে নিষিদ্ধ ও ক্ষতিকারক ২২১ বোতল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করে। রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী আলমগীরকে এক মাসের বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা করেন। দ-প্রাপ্ত আসামি আলমগীর নওগাঁর সাপাহার উপজেলার কুচকুরুলিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শুক্রবার দুপুরে উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামে বন্যার পানিতে ডুবে তৃষা খাতুনের (৪) মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির বন্যার পানির কাছেই খেলা করছিল শিশু তৃষা। সকলের অজান্তে কোন এক সময় তৃষা বন্যার পানিতে পড়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিকেলে পানিতে তার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী তা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিলেটে আনসার সদস্যের লাশ উদ্ধার স্টাফ রিপোটার সিলেট অফিস থেকে জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ জেটিঘাট নিরাপত্তা ক্যাম্প থেকে জিকির আলী (৩২) নামের এক আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। জিকির আলী মৌলভীবাজার জেলার রাজনগর থানার করিমপুর গ্রামের আলাই মিয়ার ছেলে। জানা যায়, জিকির আলী বৃহস্পতিবার বেলা ২টায় জেটিঘাট বক্সে দায়িত্ব পালন করতে আসেন। রাত ১০টা পর্যন্ত তার ডিউটি ছিল। রাত ১০টায় অন্য আনসার সদস্য দায়িত্ব পালন করতে এলে জেটিঘাট ডিউটি বক্সের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙ্গে ভেতর থেকে জিকির আলীর লাশ উদ্ধার করে। জিকির আলী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। জিকির আলী ফেঞ্চুগঞ্জ এনজিএফএলের আনসার ক্যাম্পের সদস্য ছিলেন। সাত মাদকসেবীর দ- সংবাদদাতা, রংপুর, ২৯ জুলাই ॥ ভ্রাম্যমাণ আদালত ও রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে শহরের ৭ মাদক সেবনকারীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার রাতে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া তাদের কারাদণ্ড দেন। পুলিশ জানায়, সাজাগ্রাপ্ত আসামিরা সবাই রংপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। তারা হলেন, বড়বাড়ী মাস্টারপাড়ার মোকসেদুল ইসলামের স্ত্রী মনজিলা খাতুন (৫০), সেনপাড়ার অমিত রায় (২৭), কামার পাড়ার শহিদুল ইসলাম নিসবেতগঞ্জ শতরঞ্জি এলাকার আতিফা বেগম (৩৫), মাহিগঞ্জ এর জনি মিয়া, মাহিগঞ্জ এলাকার আমিনুল ইসলাম ও সিটি বাজার এলাকার হাওয়া বেগম (৪৮)। এদের ১৫ দিন থেকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়। ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৯ জুলাই ॥ সাভারে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মনিরুল ইসলাম। সে যশোর জেলার কোতোয়ালি থানা এলাকার মৃত জলিল মোল্লার ছেলে ও ধানম-ি এলাকার একটি রেস্তোরাঁয় কাজ করে। জানা গেছে, ধর্ষণের শিকার রাজধানী ধানম-ি এলাকার একটি কলেজের অধ্যয়নরত ওই ছাত্রীর সঙ্গে মনিরুলের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার কৌশলে মনিরুল ওই ছাত্রীকে সাভার পৌর এলাকার গে-া মহল্লার একটি বাড়িতে নিয়ে এসে আটকে রেখে রাতে ধর্ষণ করে। শুক্রবার সকালে ওই ছাত্রী থানায় এসে অভিযোগ করলে পুলিশ মনিরুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৯ জুলাই ॥ বাউফলে নিখোঁজ হওয়ার সাত দিন পর সংখ্যালঘু পল্লী চিকিৎসক অশ^তমা মিস্ত্রীর (৪২) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কালাইয়া ইউপির শৌলা গ্রামের একটি বিলের মধ্য থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ২৩ জুলাই রাত ৯টার দিকে কে বা কারা মোবাইল ফোনে অশ^তমা মিস্ত্রীকে ঘরের বাইরে ডেকে নিয়ে যায়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। শুক্রবার বিকেলে কয়েকজন কিশোর ওই গ্রামের বিলের মধ্যে একটি ডোবা থেকে মাছ ধরার উদ্দেশ্যে পাম্প দিয়ে পানি সেচ করছিল। এ সময় পচা গন্ধ পেয়ে তারা এলাকার কয়েক ব্যক্তিকে অবহিত করলে তারা পুলিশে খবর দেয়। এর পর বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেয়া অবস্থায় অশ^তমার অর্ধগলিত লাশ উদ্ধার করে। বখাটে গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্তকারী এবং ঘটনার প্রতিবাদে ছাত্রীর বাবাকে মারপিটকারী বখাটে বাংরুকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের কাজীরহাট পানির ট্যাঙ্ক এলাকা থেকে বৃহ¯পতিবার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়। বখাটে যুবক তফুর আলীর ছেলে।
×