ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক সংস্কার কাজ শেষ করার দাবিতে অবরোধ, বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৮, ৩০ জুলাই ২০১৬

সড়ক সংস্কার কাজ শেষ করার দাবিতে অবরোধ, বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৯ জুলাই ॥ রাস্তার কাজ শেষ করার দাবিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার সকাল ৯টায় এলাকার শতশত বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। সে সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিক্ষুব্ধ লোকজনের দাবি, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর নারায়ণপুর থেকে বৈডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা নির্মাণের নামে পিচ খুঁড়ে ফেলে রাখা হয়েছে। প্রায় দেড় বছর পার হয়ে গেলেও রাস্তা নির্মাণের কোন খোঁজ নেই। রাস্তার ওপর সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যে কারণে প্রতিনিয়ত সেখানে ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগের শেষ নেই যানবাহরে চালক ও পথচারীদের। এলাকাবাসী নিজেরাই গর্ত ভরাট করে যানবাহন চলাচলের কিছুটা উপযোগী করে থাকেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে উঠেন এলকাবাসী। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, রাস্তা নির্ম্ণা কাজ প্রায় শেষের দিকে। একটা বেডের কাজ বাকি আছে। সেখানে খুব খারাপ অবস্থা।
×