ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারীদের ঘরে বসিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয় ॥ এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ০৪:০৭, ৩০ জুলাই ২০১৬

নারীদের ঘরে বসিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয় ॥ এলজিআরডি মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ জুলাই ॥ নকশী কাঁথার নানামুখী ব্যবহার নিশ্চিত হওয়ায় বাজার বিস্তৃত হচ্ছে। জাতির উন্নয়ন করতে গেলে নারীদের ঘরে বসিয়ে রেখে সম্ভব নয়। সরকার সব কাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার সকালে ফরিদপুরের এলজিইডি ভবনে নকশী কাঁথা বুনন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২০২১ সালে দেশ মধ্যম আয়ের দেশে উপনীত হলে মাথাপিছু গড় আয় থাকবে চার হাজার পাঁচ শ’ ডলার। আর সে লক্ষ্য পূরণে সকলকে সম্পৃক্ত করে কাজ করছে সরকার। এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক আহমেদ সভাপতিত্ব করেন।
×