ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বুড়িমারী স্থলবন্দরে ১২ ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৪:০৭, ৩০ জুলাই ২০১৬

বুড়িমারী স্থলবন্দরে ১২ ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৯ জুলাই ॥ বুড়িমারী স্থলবন্দরে ১২ ঘণ্টা পরে সড়ক যোগাযোগ পুনরায় শুক্রবার বেলা ১১টা হতে শুরু হয়েছে। রাতে ঢাকাসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে বুড়িমারী হতে ছেড়ে আসা নৈশকোচের ভারত, ভুটান ও নেপালের যাত্রীরা পড়েন দুর্ভোগের মুখে। বিদেশী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। বড়বাড়ি, লালমনিরহাট ও বুড়িমারী জাতীয় মহাসড়কটির বেহালদশার সৃষ্টি হয়েছে। মহেন্দ্রনগর হতে মোস্তফিরহাট পর্যন্ত বিকল্প সড়কে কাজ চলছে। তাই সড়কটি প্রায় কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। বড়বাড়ি হয়ে প্রায় ১৫ কিঃমিঃ রাস্তা ঘুরে ৫-৬ মাস ধরে ভারি যানবাহনসহ সকল যানবাহন ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও কুড়িগ্রামসহ সারাদেশে চলাচল করছে। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে মহেন্দ্রনগর হয়ে বড়বাড়ি জাতীয় মহাসড়কটিতে বড় বড় খাল ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ট্রাক আটকে রাস্তাটি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা হতে ভোর পর্যন্ত লালমনিরহাটের সঙ্গে সড়ক পথে সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ হয়ে যায়। যোগাযোগ পুনস্থাপন করতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে।
×