ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ট্রাক চাপায় জাবি ছাত্র নিহত

প্রকাশিত: ০৪:০৭, ৩০ জুলাই ২০১৬

সিরাজগঞ্জে ট্রাক চাপায় জাবি ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শুক্রবার বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গায় ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরাফাত রহমান মিশু নামের এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের হামিদুর রহমান নামে অপর এক ছাত্র। নিহত আরাফাত রহমান মিশু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএ (অনার্স)-এর চতুর্থ বর্ষের ছাত্র। পুলিশ তাদের পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত করেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার ঢাকা থেকে মোটরসাইকেলে মিশু ও হামিদুর নাটোরে নিজ বাড়িতে ফিরছিলেন। দুপুর সাড়ে ৩টার দিকে তারা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মিশু। আহত হামিদুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সীতাকু-ে দুই শ্রমিক নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে পৃথক দুর্ঘটনায় দুই কারখানা শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক সময়ে উপজেলার কাশেম জুট মিল সংলগ্ন বিএম কনটেনার ডিপো ও দক্ষিণ সোনাইছড়ির বারোআউলিয়া এলাকার ম্যাক করপোরেশন শীপ ব্রেকিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শ্রমিকরা হলেন, লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ থানার জালাল আহম্মদের পুত্র মোঃ খোকন (৪০) ও বগুড়া জেলার সরিষাকান্দি থানার মধ্যমপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার পুত্র মুখলেছুর রহমান (৩৮)। কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাশেম জুট মিল সংলগ্ন বিএম কনটেনার ডিপো কারখানায় তুলার গাইড ট্রাকে লোড করছিলেন খোকন। লোড করার এক পর্যায়ে অসাবধানতাবশত তুলার গাইড মাথায় পড়লে নিচে ছিটকে পড়ে মাথা থেঁতলে গিয়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর আহত খোকনকে শ্রমিকরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। অপরদিকে একই দিন রাত ১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারোআউলিয়া এলাকার ম্যাক করপোরেশন শীপ ব্রেকিং কারখানায় ট্রাক আনলোড করার সময় অসাবধানতাবশত ভারি লোহার পাত মাথায় পড়ে গুরুতর আহত হন শ্রমিক মোখলেছুর রহমান। দূর্ঘটনার পর কর্মরত অন্যান্য শ্রমিকরা আহত মোখলেছুর রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। সীতাকু- থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান জানান,‘দুর্ঘটনায় গুরুতর আহত ২ কারখানা শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। নিহত শ্রমিকের ময়নাতদন্ত শেষে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ আশুলিয়ায় হেল্্পার নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ‘মরাগাং’ এলাকায় শুক্রবার সকালে একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জাহিদ (২০)। সে মিনিবাসের হেল্পার ছিল ও আশুলিয়ার ইটাখোলা এলাকায় থাকত।
×