ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০০, ৩০ জুলাই ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৬. একমালিকানা সংগঠনের জন্যে কত সালের আইন কার্যকর? ক) ১৯১৩ সাল খ) ১৯৩২ সাল গ) ২০০১ সাল ঘ) নির্দিষ্টি আইন নেই ২৭. ব্যবসায়ের কার্যাবলীসহ অভ্যন্তরীণ ও বাহ্যিক কর্মকা- নিয়ন্ত্রণে কার্যকরী পন্থা হবেÑ ক) ই-কমার্স খ) ই-বিজনেস গ) ইন্টারনেট ঘ) ওয়েবসাইট ২৮. অংশীদারি ব্যবসায় বিলোপসাধন ঘটে কতভাবে? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ২৯. বাংলাদেশের টাঙ্গাইলের তাঁত শিল্প পৃথিবীর প্রায় সবদেশেই সমাদৃত। তাঁত শিল্পের তৈরি বস্ত্র প্রায় প্রতিটি মানুষের নিকট জনপ্রিয়। টাঙ্গাইলের তাঁত শিল্প কী কারণে বিখ্যাত? ক) ঐতিহ্যগত খ) দক্ষতাগত গ) প্রাকৃতিক ঘ) ভৌগোলিক ৩০. পেশাগত সেবাকেন্দ্রিক ব্যবসায় করতে হলে প্রয়োজনÑ র. সরকারের অনুমতি রর. শিক্ষাগত যোগ্যতা ররর. ভোক্তার চাহিদা নিরূপণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩১. ঢাকায় বসবাসরত মি. কবির অনলাইনে ধলশবৎফবধষ.পড়স থেকে ২০,০০০ টাকায় একটি ঘড়ি ক্রয় করেন। এক্ষেত্রে ই-কমার্সের কোন পদ্ধতির প্রতিফলন হয়েছে? ক) ই২ই খ) ই২ঈ গ) ঈ২ই ঘ) ঈ২এ ৩২. বর্তমানে বাংলাদেশে অংশীদারি ব্যবসায় নিয়ন্ত্রণ ও পরিচালিত হয়Ñ ক) ১৯৩২ সালের আইন দ্বারা খ) ১৯৩০ সালের আইন দ্বারা গ) ১৯৩১ সালের আইন দ্বারা ঘ) ১৯৯৫ সালের আইন দ্বারা ৩৩. অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হলোÑ র. লাভ-লোকসান বণ্টন রর. সীমাহীন দায় ররর. অধিক ব্যবসায়ীর সংযোগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলোÑ ক) মুনাফা বৃদ্ধি করা খ) জনকল্যাণ নিশ্চিত করা গ) সম্পদ বৃদ্ধি করা ঘ) উৎপাদন বৃদ্ধি করা ৩৫. ভোক্তা সমবায় সমিতির ক্ষেত্রে প্রযোজ্য হলোÑ র. একত্রে ক্রয় ও বিক্রয় রর. সঞ্চয় ও ঋণ সুবিধা লাভ ররর. সরকারি ত্রাণ সহায়তা প্রাপ্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. ই-কমার্সের বৈশিষ্ট্য হচ্ছেÑ র. সর্বোব্যাপিতা রর. প্রাচুর্যতা ররর. মিথস্ক্রিয়তা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা কিসের অন্তর্গত? ক) ব্যবসায়িক রীতি খ) ব্যবসায় আইন গ) ব্যবসায় নৈতিকতা ঘ) মানবতা আইন ৩৮. নিচের কোনটি ট্রেডমার্কের অন্তর্ভুক্ত নয়? ক) মোড়কিকরণ খ) ব্র্যান্ড গ) লেবেল ঘ) প্রতীক ৩৯. এককভাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সুবিধা পাওয়া যায় কোন ব্যবসায় সংগঠনে? ক) কোম্পানি খ) অংশীদারি গ) একমালিকানা ঘ) রাষ্ট্রীয় ৪০. একমালিকানা ব্যবসায়ে যাবতীয় ঝুঁকি ও দায়-দায়িত্ব কাকে বহন করতে হয়? ক) পরিচালনা পর্ষদকে খ) মালিককে গ) ব্যবস্থাপককে ঘ) অংশীদারদের ৪১. আমাদের দেশে অংশীদারি ব্যবসায়ের চুক্তি কী রূপ? ক) লিখিত খ) মৌখিক গ) নিবন্ধিত ঘ) আংশিক লিখিত ৪২. ব্যবসায়ের অন্যতম শাখা কোনটি? ক) শিল্প খ) বাণিজ্য গ) পরিবহন ঘ) প্রযুক্তি ৪৩. মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য কোন ব্যাংক সরকারি নিয়ন্ত্রণে থাকে? ক) বাণিজ্যিক ব্যাংক খ) স্বায়ত্তশাসিত ব্যাংক গ) কেন্দ্রীয় ব্যাংক ঘ) বিশেষায়িত ব্যাংক ৪৪. অধিক মূলধন ছাড়া কোন ব্যবসায়ের সদস্য হওয়া যায়? ক) একমালিকানা খ) অংশীদারি গ) কোম্পানি ঘ) সমবায় ৪৫. সমবায় সমিতির মূলমন্ত্র হচ্ছেÑ র. সকলের তরে সকলে আমরা রর. পরের কারণে স্বার্থ বলি ররর. প্রত্যেকে আমরা পরের তরে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. কোনটির মাধ্যমে পানি দূষণ রোধ করা যায়? ক) পানির ফিল্টার তৈরি করে খ) সচেতনতা বৃদ্ধি করে গ) বর্জ্য পানি শোধনের ব্যবস্থা করে ঘ) এ্যান্টিবায়োটিক ব্যবহার করে ৪৭. নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের জন্য বিশেষ উপযোগী? ক) শিল্প খ) কারখানা গ) আর্থিক প্রতিষ্ঠান ঘ) মুদি দোকান ৪৮. কোনটি বাংলাদেশে ব্যবসায়ক উন্নয়নের গতি মন্থর করে না? ক) উদ্যোক্তার অভাব খ) সুষ্ঠু মূলনীতির অভাব গ) দুর্নীতি ঘ) শিল্পনীতি উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : জীবন সাহেব ঋণপত্রের মাধ্যমে ঋণগ্রহণ করেন। তার ঋণপত্রের টাকা নির্দিষ্ট সময়ের পর পরিশোধযোগ্য। তার মতে এ ধরনের ঋণপত্র কম ঝামেলাপূর্ণ। ৪৯. থাইল্যান্ডের এক্স ট্রেডিং বাংলাদেশ থেকে চা ক্রয় করে কানাডায় সরবরাহ করে। এক্স ট্রেডিং-এর কাজটি কোন ধরনের বাণিজ্যের অন্তর্ভুক্ত? ক) পরিশোধযোগ্য ঋণপত্র খ) অরিশোধযোগ্য ঋণপত্র গ) নিবন্ধিত ঋণপত্র ঘ) অনিবন্ধিত ঋণপত্র ৫০. কোনটি কোম্পানি নিবন্ধকের ভূমিকা পালন করে? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ২৬. (ঘ) ২৭. (খ) ২৮. (ঘ) ২৯. (ক) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (খ) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (গ) ৪০. (খ) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (গ) ৪৭. (ঘ) ৪৮. (ঘ) ৪৯. (ঘ) ৫০. (খ)
×