ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ শহরের বেশিরভাগ সড়কের বেহাল দশা

প্রকাশিত: ০৩:৫৯, ৩০ জুলাই ২০১৬

ময়মনসিংহ শহরের বেশিরভাগ  সড়কের বেহাল দশা

বাবুল হোসেন, ময়মনসিংহ ॥ এক বর্ষাতেই মুছে গেছে ময়মনসিংহ শহরের উন্নয়নের সব নিশানা! সামান্য বৃষ্টিতেই শহরের সব সড়ক বেহাল হয়ে পড়েছে। ছোট বড় অসংখ্য গর্তের কারণে শহরের বেশির ভাগ সড়কে যান বাহন চলছে হেলেদুলে। অনেক সড়কে অটোরিক্সা উল্টে কিংবা কাত হয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে যখন তখন। গত ১৫ দিনে অন্তত শতাধিক স্পটে ঘটেছে ছোটখাটো দুর্ঘটনা। এ নিয়ে ক্ষোভ বাড়ছে শহরবাসীর। তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষার পর বড় প্রকল্পের আওতায় দাতা সংস্থার ১০০ কোটি টাকা ব্যয়ে মেরামত করা হবে বেহাল সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। ময়মনসিংহ সড়ক কর্তৃপক্ষও জানায়, বর্ষা একটু কমে গেলেই বিভাগীয় মাস্টাররুলের আওতায় মেরামত করা হবে বেহাল সড়কের। তবে পৌরসভা ও সওজ সড়ক উন্নয়ন ও মেরামতে গত অর্থবছরে ১০ কোটি টাকার বেশি খরচ করেছিল। অভিযোগ উঠেছে নিম্নমানের কাজের কারণে এক বর্ষাতেই উন্নয়নের চিহ্ন মুছে গেছে! বেহাল হয়ে পড়েছে সব সড়ক। শহরের চরপাড়া মোড় থেকে পাদ্রী মিশন হয়ে পাটগুদাম ব্রিজ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় শত শত খানা খন্দের। পুরো সড়ক জুড়ে ছোট বড় গর্তে বৃষ্টির পানি জমে থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে রিক্সা ও অটোরিক্সাসহ হালকা যানবাহন। আর সড়ক বিভাগের এই সড়কে দূরপাল্লার বাসসহ মালবাহী ভারি যানবাহন চলে হেলেদুলে। ছোট বড় গর্ত মাড়িয়ে ভারি যানবাহন চলতে গিয়ে গর্তে পড়ে প্রায়ই বিকল হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ এই সড়ক হয়ে বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ নানা জায়গার যানবাহন রাজধানী ঢাকা যাওয়া ছাড়াও অসংখ্য রোগীদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসতে হয়। সড়কটির বেহাল দশার কারণে রোগীসহ নগরবাসীর এই পথে যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয়রা জানায়, সড়কটির বেহাল দশা ঢাকতে সড়ক বিভাগ মেরামতের নামে ছোট বড় গর্তের ওপর ইট ফেলে এই দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। অনেক জায়গায় ফেলা হয়েছে আধলা ইটের টুকরা। এসব ইটের টুকরো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। রিক্সা উল্টে অনেক সময় স্কুলগামী শিক্ষার্থীরা এমনসব ইটের ওপর পড়ে রক্তাক্ত জখম হচ্ছে। এই চিত্র নিত্য দিনের। শহরের পাটগুদাম র‌্যালি মোড় থেকে পাটগুদাম ব্রিজ মোড় পর্যন্ত ৫০০ মিটার সড়কের অবস্থা এর চেয়েও বেহাল। শহরের ভেতর এই সড়কটিও ময়মনসিংহ সড়ক বিভাগের অধীন। সড়কে ছোট বড় গর্ত ছাড়াও সামান্য বৃষ্টিতে পুরো সড়কের অবস্থা ঢেউ খেলানো। শহরের ব্যস্ততম এই সড়কে এখন যাতায়াতই দায় হয়ে পড়েছে। বেহাল দশার কারণে এই সড়কে সহজে কোন যানবাহন যেতে চায়না। স্থানীয়দের অভিযোগ, মাত্র ছয় সাত মাস আগে মোটা অঙ্কের ব্যয় করে এই দুটি সড়ক উন্নয়ন করা হয়েছিল। কিন্তু নি¤œমানের কাজের কারণে এক বর্ষাতেই মুছে গেছে উন্নয়নের এই নিশানা। শহরের বাউন্ডারি রোডের ৫০০ মিটার সড়কের বেহাল দশা বর্ষার আগ থেকেই। সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজের সময় বেহাল হতে থাকা সড়কটি এখন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। পুরো সড়কজুড়ে ছোট বড় গর্ত ছাড়া আর কিছুই চোখে পড়ে না। পায়ে হেঁটেও এই সড়কে চলা কঠিন। কাঁদাজলে একাকার সড়কটি ওপর রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার। ফলে নগরবাসীর পাশাপাশি শিক্ষার্থীদের দুর্ভোগ এখন চরমে। শহরের গুলকিবাড়ি, কলেজ রোড, সানকিপাড়া, গোহাইলকান্দি, স্টেশন রোড, নওমহল, সিকেঘোষ রোড, জেসিগুহ রোড, স্টেশন রোড, রামকৃষ্ণ মিশন রোডসহ বিভিন্ন অলিগলির অবস্থা অবর্ণনীয়। এসব সড়কে রিক্সা যেতে চায়না অনেক সময়। এথচ এসব সড়ক ধরে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে সরকারী আনন্দ মোহন কলেজ, সরকারী মুমিনুন্নিছা কলেজ ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর। এমনিতেই এসব সড়কজুড়ে খানাখন্দ। তার ওপর সামান্য বৃষ্টিতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। এসময় নোংরা পানি মাড়িয়ে যাওয়ার সময় নগরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। ময়মনসিংহ পৌরসভার অধীন এসব সড়কও বর্ষার আগে মোটা অঙ্কের টাকায় উন্নয়ন ও মেরামত করা হয়েছিল। কিন্তু চলতি বর্ষার সামান্য বৃষ্টিতেই সব উন্নয়ন মুছে গেছে। ফলে ময়মনসিংহ পৌর কর্তৃপক্ষের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচার রয়েছে, পৌর মেয়রের নিজস্ব পছন্দের ঠিকাদারের সব কাজের মান ছিল নি¤œ। ফলে বর্ষার সামান্য বৃষ্টিতেই ভেসে যাচ্ছে উন্নয়নের নমূনা। অনেকে এসব কাজের ব্যয় নিয়ে দুদকের তদন্ত দাবি করেছেন। শহরের বাউন্ডারি রোডের গৃহবধূ নীলুফার ইয়াসমিন এমন দুর্ভোগে প্রশ্ন রেখে বলেন, এসব দেখার কি কেউ নেই। অনেকে নাগরিক আন্দোলন নেতৃবৃন্দের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। ময়মনসিংহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া জানান, গত অর্থ বছরে পৌর এলাকার সড়ক উন্নয়ন ও মেরামতে সরকার ও দাতা সংস্থার প্রায় ৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। আর ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, পৌর এলাকার সওজের সড়ক উন্নয়ন ও মেরামতে এই ব্যায়ের অঙ্ক ছিল গত অর্থ বছরে সাত কোটি টাকার ওপরে। গত ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত বর্তমানে একুশ দশমিক ৭৩ বর্গকিলোমিটার আয়তনের প্রায় পাঁচ লাখ জনসংখ্যা অধ্যুষিত প্রথম শ্রেণীর ময়মনসিংহ পৌরসভায় পাকা সড়ক রয়েছে ১৭০কিলোমিটার। এর মধ্যে ২৮ কিলোমিটার সড়ক ময়মনসিংহ সড়ক বিভাগের অধীন।
×