ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিলারি ক্লিনটন ॥ আকাশের মতো উঁচুতে ওঠা যার স্বপ্ন

প্রকাশিত: ০৩:৫৩, ৩০ জুলাই ২০১৬

হিলারি ক্লিনটন ॥ আকাশের মতো উঁচুতে ওঠা  যার স্বপ্ন

যেখানে কোন সীমা থাকে না সেখানে আকাশই হচ্ছে সীমা, বৃহস্পতিবার ডেমোক্র্যাটিক পার্টি ন্যাশনাল কনভেনশনের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করে হিলারি ক্লিনটন এ কথা বলেন। বিনয়, অধ্যবসায় ও সীমাহীন আত্মবিশ্বাস মার্কিন ইতিহাসে নিজের জায়গা করে নিলেন হিলারি। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ওয়েলস ফার্গো সেন্টারে সোমবার চার দিনের এ কনভেনশন শুরু হয়েছিল। সম্মেলনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে একহাত দেখে নিতে ছাড়েননি হিলারি। তিনি বলেন, যাকে টুইটারে টোপ গেলানো যায়, তার হাতে দেশের পরমাণু অস্ত্রভা-ারের চাবি তুলে দেয়া যায় না। যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে হিলারি প্রথম নারী হিসেবে একটি বড় দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন। তিনি বলেছেন, যখন কোন সীমানা থাকে না তখন আকাশই হচ্ছে সীমা। আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি হিলারির কণ্ঠে উদ্বেগের সুরও লক্ষ্য করা গেছে। তিনি বলেছেন, অর্থনৈতিক সঙ্কট, সহিংসতা ও সন্ত্রাসের মতো কঠিন চ্যালেঞ্জের মুখে এখন আমেরিকা। তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেন যে, ট্রাম্প হলেন এমন এক ব্যক্তি যিনি লোকজনকে ঠকিয়ে বিত্তবৈভবের মালিক হয়েছেন। তিনি তাকে একজন নীচুমনা ব্যক্তি বলেও অভিহিত করেন। অনিবন্ধিত অভিবাসীদের যেন নাগরিকত্ব পায় সে বিষয়ে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হিলারি। কর্মসংস্থান বাড়ানো এবং সর্বনিম্ন আয়ের সীমা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি ভোটাধিকার রক্ষা এবং নির্বাচনী প্রচারাভিযানে তহবিল সংগ্রহের বিষয়েও সংস্কার আনার কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ইস্যুতে হিলারি পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের গুরুত্বারোপ করেন। তিনি বর্তমান সময়ে বহুল আলোচিত আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনে সংশোধন বিচারিক পদ্ধতির সংস্কারের কথা বলেছেন। অর্থনীতির স্বার্থে ‘বৈষম্যমূলক বাণিজ্যিক চুক্তি’ বাতিল এবং দেশীয় উৎপাদকদের প্রয়োজনীয় সহায়তার কথা বলেন। এছাড়া নাগরিক অধিকার, নারী অধিকার, পুরুষ অধিকার এবং সমকামী সম্প্রদায়ের অধিকার নিয়েও কথা বলেন হিলারি ক্লিনটন। সম্মেলনের শেষ দিনে ক্লিনটন দম্পতির একমাত্র সন্তান চেলসি ক্লিনটনও উপস্থিত ছিলেন। এর আগে বুধবার তৃতীয় দিনের সম্মেলনে বক্তৃতা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হিলারি এদিনই কনভেনশনে প্রথম যোগ দেন। ওবামার সঙ্গে যোগ দিয়ে তিনি সম্মেলনের দর্শকদের চমকে দেন। আগের দিন হিলারির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ওবামা বলেন, ‘আমরা হিলারিকে জয়ী করব।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য তার মতো যোগ্য ব্যক্তি আর কাউকে দেখছেন না।
×