ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু সাগর বর্মণ হত্যাকান্ড কোন ষড়যন্ত্র নয় ॥ পুলিশ সুপার

প্রকাশিত: ০৮:৪৭, ২৯ জুলাই ২০১৬

 শিশু সাগর বর্মণ হত্যাকান্ড কোন ষড়যন্ত্র নয় ॥ পুলিশ সুপার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৮ জুলাই ॥ রূপগঞ্জে শিশু সাগর বর্মণকে (১০) শরীরে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনাটি কোন বিষয় কেন্দ্র করে হয়েছে বলে জানিয়েছে না’গঞ্জের এসপি ড. খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন। আটক ৩ শিশুও বিষয়টি স্বীকার করেছে। সাগর বর্মণ হত্যায় জড়িতরা যেহেতু শিশু তাই পুলিশ পেশাদারিত্ব, তাদের বয়স বিবেচনা ও আইন অনুযায়ী প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। এসপি বলেন, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে কোন বড় ধরনের ষড়যন্ত্র আছে বলে মনে হয়নি। অন্য কিছু থাকলে তদন্ত করে বের করা হবে। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে এই তথ্য জানান এসপি (সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দিন।
×