ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্কাইভিউয়ের মালিকের জামিন বাতিল

প্রকাশিত: ০৮:৪০, ২৯ জুলাই ২০১৬

স্কাইভিউয়ের মালিকের জামিন বাতিল

স্টাফ রিপোর্টার ॥ বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় স্কাইভিউ লিমিটেডের মালিক সৈয়দ হাসিবুল গনি গালিবের হাইকোর্টের দেয়া জামিন বাতিল করে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। অন্যদিকে রাজধানীতে স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু সানজিদার মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভুঁইয়া। রিট দায়ের ॥ রাজধানীতে স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু সানজিদার মৃত্যু ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভুঁইয়া। তিনি জানান, রিটে সানজিদার পরিবারকে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন একটি দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।
×