ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএল

গোলবন্যার ম্যাচে শেখ জামালের জয়

প্রকাশিত: ০৮:২৩, ২৯ জুলাই ২০১৬

 গোলবন্যার ম্যাচে শেখ জামালের জয়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রথম ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে আকাশে ওড়া বারিধারাকে পরের ম্যাচেই মাটিতে নামিয়ে আনল শেখ জামাল ধানম-ি ক্লাব। বৃহস্পতিবার রাতের খেলায় উত্তর বারিধারাকে ৫-৩ গোলে হারিয়ে জয়ের ধারায় ফেরে বর্তমান চ্যাম্পিয়ন জামাল। ম্যাচটি ছিল উপভোগ্য। উভয় দলের খেলার ধরন ছিল আক্রমণাত্মক এবং গতিশীল। বাংলাদেশ প্রিমিয়ার লীগে প্রথম রাউন্ডের ছয় ম্যাচে ১১ গোল হয়েছে। অথচ দ্বিতীয় রাউন্ডের প্রথম দুই ম্যাচেই গোল হয়েছে দশটি! বৃহস্পতিবার জামাল-বারিধারার ম্যাচটি ছিল গোলবন্যার। এই ম্যাচেই গোল হয় আটটি! খেলার ১৮ মিনিটে মিডফিল্ডার এনামুল হকের মাথা ছুঁয়ে প্রথম গোলের স্বাদ পায় শেখ জামাল। তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২১ মিনিটে কেনিয়ান ফরোয়ার্ড কলিন্স টিয়েগোর জোরালো শটে সমতায় ফেরে বারিধারা। ২৭ মিনিটে রাকিব সরকারের ক্রসে গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ের ডান পায়ের শটে আবারও এগিয়ে যায় জামাল। পরের মিনিটে ল্যান্ডিংয়ের ক্রসে ডি-বক্স থেকে চমৎকার প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন রাকিব সরকার। পর পর গোল হজমেও মনোবলে চিড় ধরেনি বারিধারার। আপ্রাণ চেষ্টার পরও সমতায় ফিরতে পারেনি তারা। ৫০ মিনিটে জামালকে এগিয়ে দেন বদলি ফরোয়ার্ড শিহাব। সমতায় ফিরতে মরিয়া বারিধারা দ্বিতীয় গোলের দেখা পায় ৬৪ মিনিটে। অসাধারণ একক প্রচেষ্টায় মিডফিল্ডার সেন্টু সেন মাঝ মাঠ থেকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে বল জালে জড়ান। ৭৪ মিনিটে শেখ জামালের শিহাবের ক্রসে নিজের দ্বিতীয় গোল করেন এনামুল হক। বেশ ক’টি ব্যর্থ আক্রমণের পর বারিধারা ৭৮ মিনিটে গোল করে জমিয়ে তোলে ম্যাচ। ডিফেন্ডার কামরুজ্জামান সবুজের ক্রস থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ডিফেন্ডার মনির আলম (৩-৫)। ৮৫ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে বহিষ্কৃত হন জামালের মিডফিল্ডার এনামুল হক শরীফ। এই সুযোগ কাজে লাগিয়ে সমতায় আর ফেরা হয়নি বারিধারার। এবারের স্বাধীনতা কাপে বারিধারাকে ১-০ এবং ফেডারেশন কাপে ৬-২ গোলে হারায় শেখ জামাল।
×