ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাবার খেয়ে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৭:১৪, ২৯ জুলাই ২০১৬

খাবার খেয়ে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৮ জুলাই ॥ জেলার একটি কওমি মাদ্রাসার ছাত্রাবাসের খাবার খেয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে আরও ২০ ছাত্র। সদর উপজেলার শিমুলিয়ায় জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদীয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদ্রাসা সুপার আব্দুল কাদের জানান, বুধবার রাত ৯টার দিকে বাবুর্চির রান্না করা খাবার খায় ছাত্রাবাসের ছেলেরা। পরে রাত ১২টার দিকে ছাত্রদের বমি শুরু হলে তাদের সদর হাসপাতালে নেয়া হয়। অসুস্থদের মধ্যে বড়গাতি গ্রামের জব্বার শেখের ছেলে এনামুল হক (১৬) ও একই গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল এবং ভদ্রবিলার পাঁচুড়িয়া গ্রামের মুকিদের ছেলে আলিফের (৮) পথিমধ্যে মৃত্যু হয়। সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনিক সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে।
×