ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএফইউজের উপনির্বাচনে বাধা কাটল

প্রকাশিত: ০৭:১৩, ২৯ জুলাই ২০১৬

বিএফইউজের উপনির্বাচনে বাধা কাটল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদের উপনির্বাচন স্থগিত করে চট্টগ্রামের এক আদালতের দেয়া আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেয় বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী এ এম আমিন উদ্দিন। আদেশের পর এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রামের আদালতের নির্বাচনের ওপর দেয়া স্থগিতাদেশ হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছে। ফলে আজ ২৯ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’ কক্সবাজারের দুই সাংবাদিকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ জুলাই চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ২৯ জুলাই অনুষ্ঠিতব্য ওই নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহের রিট আবেদন করেন, যার ওপর বৃহস্পতিবার শুনানি হয়। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন; তার সঙ্গে ছিলেন আইনজীবী তাসাদ্দুক হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। শুক্রবারের নির্বাচন স্থগিতের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী আমিন উদ্দিন।গত ২৬ জুন বিএফইউজের সভাপতি পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ২৯ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
×