ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রামপালবিরোধী মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: ০৭:১৩, ২৯ জুলাই ২০১৬

রামপালবিরোধী  মিছিলে  পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার ॥ রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণের চুক্তি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী মিছিল পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়েছে। এ নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে প্রায় আধাঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৪০ বিক্ষোভকারী। ঘটনাস্থল থেকে আটক করা হয় ৬ জনকে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করে আগামী ৩০ জুলাই দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় কমিটি। বৃহস্পতিবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলটি শাহবাগ শিশুপার্কের সামনে প্রথম বাধার মুখে পড়লেও ব্যারিকেড ভেঙ্গে সেটি এগিয়ে যায়। পরে রাজধানীর কাজী নজরুল ইসলাম এ্যাভিনিউর হোটেল শেরাটনের সামনে চূড়ান্ত বাধার মুখে পড়ে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে যাত্রা করা শান্তিপূর্ণ মিছিলটি শেরাটন মোড় পার হয়ে পরিবাগ এলাকার দিকে যেতেই বিপুলসংখ্যক পুলিশ ব্যারিকেড তৈরি করে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পিছু হটানোর চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাকবিত-া হয়। একপর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নেয় এবং মিছিলকারীদের তাড়া করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। পুলিশও পাল্টা ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হওয়ার পর আন্দোলনকারীরা ওই এলাকার বিভিন্ন ভবনে ও গলিতে আশ্রয় নেয়। আবারও তারা সংগঠিত হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বেলা ১২টার দিকে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পূর্বঘোষিত মিছিলটি যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে।
×