ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শুধু কবিতা লিখেই টিকে থাকা যায়

বিশ্বসাহিত্যের টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৭, ২৯ জুলাই ২০১৬

বিশ্বসাহিত্যের টুকরো খবর

সাহিত্যে ২০১১ নোবেলবিজয়ী সুইডেনের কবি ও মনস্তাত্ত্বিক টোমাস ট্রান্সট্রোমার প্রমাণ করেছেন যে শুধু কবিতা লিখেই টিকে থাকা যায়। জয় করা যায় বিশ্বকে। ১৯৯৩ সাল থেকে বার বার নোবেল কমিটির বিবেচনায় আসলেও নিজ দেশের এই মহামূল্যবান পুরস্কারটি হাতে পেতে তাঁর লেগে গেল আরও প্রায় দুই দশক! ট্রান্সট্রোমার ১৯৩১ সালের ১৫ এপ্রিল স্টকহোমে জন্মগ্রহণ করেন। কাজ করতেন কিশোর অপরাধী, মাদকাসক্ত ও প্রতিবন্ধীদের জন্য। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতেন তিনি। বাকি সময়টা দু’হাত ভরে লিখেছেন। কবিতা। তবে শুধু কবিতা নয় অনুবাদ, অন্যান্য রচনাও আছে তাঁর। পৃথিবীর ৬০টি ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে। তাঁর লেখার বৈশিষ্ট্য এমন যে শুধু কবিতা পাঠক নয় সাধারণ মানুষও তাতে আকৃষ্ট হয়। কোন কঠিন শব্দ নয় তবু কী যেন ঘটে, ভিন্ন এক মাত্রা যোগ হয় তাতে। তাঁর কবিতার ব্যাপক অনুবাদ ও আলোচনা করে আমেরিকাসহ সারাবিশ্বে তাঁকে তুলে ধরেছেন তাঁরই কবি বন্ধু রবার্ট ব্লাই। মানুষের মনের অপার রহস্য তাঁর কবিতার উপজীব্য। অধিকাংশ সময় নিজের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গীত আর প্রকৃতির রূপের সংমিশ্রণে গড়ে উঠেছে তাঁর কবিতা। ইতিহাস, অস্তিত্বের প্রশ্ন আর মৃত্যু নিয়ে লিখেছেন তিনি। একজন সুইডিশ সমালোচক বলেনÑ ‘তার কবিতা যেন ধর্মনিরপেক্ষ প্রার্থনা।’ বিনয়ী, ভনিতাহীন ট্রান্সট্রোমার সব সময় রাজনৈতিকে বিতর্ক এড়িয়ে চলেছেন, থেকেছেন লোকচক্ষুর অন্তরালে। চলে গেলেন ফরাসী কবি ইভেস বোনেফয় ফ্রান্সের জনপ্রিয় সমকালীন কবি ইভেস বোনেফয় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। স্থানীয় সংবাদমাধ্যমে এ কথা বলা হয়েছে। শেক্সপিয়ারের নাটক অনুবাদের জন্যই তিনি সুপরিচিত ছিলেন। এর পাশাপাশি ইয়েটস, পেট্রাচ ও তার বন্ধু জর্জ সেফেরিসের জন্যও কাজ করতেন। সাহিত্যে নোবেল পুরস্কার জয়ের ব্যাপারে তার নামটি প্রায়ই উচ্চারিত হতো। তার লেখা শতাধিক বই ৩০টি ভাষায় অনুবাদ করা হয়েছে। বইগুলো উচ্চমানের ফরাসী ভাষায় রচিত। বোনেফয়ের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে টুইটারে তার ভক্ত অনুরাগীরা শোক জানিয়েছে। এই সব টুইটার বার্তায় তার সবচেয়ে জনপ্রিয় লেখাগুলোর লাইন জুড়ে দেয়া হয়েছে। বোনেফয় ১৯২৩ সালে ফ্রান্সের মধ্যাঞ্চলীয় টুর্সে শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা রেলওয়েতে কাজ করতেন এবং মা একজন স্কুল শিক্ষিকা ছিলেন। লি মোন্ডে ও অপর একটি প্রধান ফরাসী গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি প্রকাশ করা হয়েছে। ক্লেরি ম্যাককিনটস পেলেন ‘ক্রাইম নভেল এ্যাওয়ার্ড’ ‘ক্রাইম নভেল এ্যাওয়ার্ড’ পুরস্কারের প্রাথমিক তালিকায় মনোনীত হয়েছিলেন হ্যারি পোর্টারের লেখক জে কে রাওলিং এবং সাবেক পুলিশওম্যান ক্লেরি ম্যাককিনটস। তবে চূড়ান্ত বিজয়ী মনোনীত হলেন ক্লেরি ম্যাককিনটস। তিনি যে উপন্যাসটির জন্য এ পুরস্কার পেলেন, এটি তার লেখা প্রথম উপন্যাস ‘আই লেট ইউ গো’। ম্যাককিনটসের এ উপন্যাসটির কাহিনী পুলিশ ও গোয়েন্দা নিয়ে। তিনি বার বছর পুলিশ বিভাগে চাকরি করেছেন। ২০১২ সালে চাকরি ইস্তফা দিয়ে লেখালেখিতে মননিবেশ করেন। এই উপন্যাসটির আগে তিনি আরও একটি উপন্যাস লিখেছেন ‘হ্যারোগেট’। তবে এটি এখন অপ্রকাশিত। তার পুরস্কৃত বই ‘আই লেট ইউ গো’ সানডে টাইমস বেস্ট সেলার ছিল এবং এটি প্রকাশিত হয় গত বছর। প্রকাশের পরপরই বইটি বুক ক্লাবে উঠে যায়। লন্ডনে ‘বুক ক্লাব’ একটি বিশেষ সম্মানের। বেস্ট সেলের বইগুলো সাধারণত বুক ক্লাবে উঠে। লেখিকা এ পুরস্কারের জন্য পাবেন তিন হাজার ইউরো। তিনি ছয়জন ব্রিটিশ এবং আইরিশ সাহিত্যিকের সঙ্গে প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হলেন।
×