ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনালি কাবিন লোকজীবনের কারুময় প্রকাশ

প্রকাশিত: ০৬:৪৬, ২৯ জুলাই ২০১৬

সোনালি কাবিন  লোকজীবনের কারুময় প্রকাশ

সানাউল্লাহ সাগর আবাল্য শুনেছি মেয়ে বাংলাদেশ জ্ঞানীর আঁতুড় অধীর বৃষ্টির মাঝে জন্ম নেন শত মহীরুহ, জ্ঞানের প্রকোষ্ঠে দেখো, ঝোলে আজ বিষণœ বাদুড় অতীতে বিশ্বাস রাখা হে সুশীলা, কেমন দুরূহ? কি করে মানবো বলে শ্রীজ্ঞানের জন্মভূমি এই শীলভদ্রও নিয়েছিলো নিঃশ্বাসের প্রথম বাতাস, অতীতে বাদ দিলে আজ তার কোনো কিছু নেই বিদ্যালয়ে কেশে ওঠে গুটিকয় সিনানথ্রোপাসৃ আমাদের কলাকেন্দ্রে, আমাদের সর্বকারু কাজে অস্তিবাদী জিরাফেরা বাড়িয়েছে ব্যক্তিগত গলা। (সনেট-১১, সোনালি কাবিন) আধুনিক বাংলা কবিতায় তিরিশের কাব্য আন্দোলনের প্রবণতার মধ্যেই ভাটি অঞ্চলের মানুষের যাপনচিত্র, একদম গ্রামীণ সরল জীবনযাপন, নদীজনপথের ভাষা, চরাঞ্চলের কর্মমুখর রুক্ষ্ম জীবনবৈচিত্র্য ও নর-নারীর চিরায়ত প্রেম-বিরহ তাঁর কবিতায় মূর্ত হয়ে ওঠে। প্রচলিত আধুনিক কাঠমোর মধ্যেই অত্যন্ত সুনিপুণভাবে লোকজ শব্দের কারুময় প্রকাশ কাব্য সচেতনদের মধ্যে এক নতুন পুুলক সৃষ্টি করে। আর সে জন্যই আধুনিক কবিতার সমালোচকগণ একদিকে জসীমদ্দীন অন্যদিকে জীবনানন্দ দাশের থেকেও আলাদা করে উল্লেখ করেছেন কবি আল মাহমুদকে। কবিতায় নিবেদিত তরুণের যখন দুটি কবিতার বই প্রকাশিত হয়েছিল তখনই ১৯৬৮ সালে মাত্র ৩৩ বছর বয়সে কবিতায় তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। তারপর ‘সোনালি কাবিন’ দেশ-বিদেশে বাংলা কবিতা পাঠে আগ্রহী পাঠকদের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন ভাষায় সোনালি কাবিনের একাধিক কবিতা অনুবাদ হয়েছে। কবি এভাবে সবুজ ভাষার সঙ্গে নিজের কণ্ঠ মিলিয়ে বলেছেনÑ নদীর সিকস্তী কোনো গ্রামাঞ্চলে মধ্যরাতে কেউ যেমন শুনতে পেলে অকস্মাৎ? জলের জোয়ার, হাতড়ে তালাশ করে সঙ্গিনীকে, আছে কিনা সেও যে নারী উন্মুক্ত করে তার ধন-ধান্যের দুয়ার। অন্ধ আতঙ্কের রাতে ধরো ভদ্রে, আমার এ-হাত তোমার শরীরে যদি থেকে থাকে শস্যের সুবাস, খোরাকির শত্রু আনে যত হিংস্র লোভের আঘাত আমরা ফিরাবো সেই খাদ্যলোভী রাহুর তরাস । (সনেট-১২, সোনালি কাবিন) ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্বের সময় কবি আল মাহমুদ কলকাতা থাকাকালীন সন্দীপন চট্টোপাধ্যায় সম্পাদিত ‘সোনালি কাবিন’ শিরোনামে ১৪টি সনেট নিয়ে সাড়ে চার ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি সাইজের মিনিবুক সিরিজে ‘সোনালি কাবিন’ প্রকাশিত হয়। ঝকঝকে ছাপায় মুদ্রিত এই পুস্তিকাটি মাত্র কয়েকদিনের মধ্যেই নি:শেষ হয়ে যায়। সেই ‘সোনালি কাবিন’ ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন আরিফ খান। প্রগতি প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছিলেন ড. নওয়াজেশ আহমেদ ও কালাম মাহমুদ। ৭২ পৃষ্ঠার বইটির মূল্য ছিল সাড়ে পাঁচ টাকা। সমগ্র বাংলা কবিতার ইতিহাসে ‘সোনালি কাবিন’ একটি উজ্জ্বল মাইল ফলক হিসেবে বিবেচিত হয়ে থাকে। লোকজ শব্দের বিষয় বিন্যাসকে অত্যন্ত দক্ষ শিল্পির ন্যায় অনন্য এক যাদুময়তা তৈরি করেছেন কবি আল মাহমুদ। এরপর যাদুর কলমের মতো একের পর এক বিস্ময়কর কাব্য সৃষ্টিতে বাংলা কবিতায় যোগ হয়ে থাকে প্রকৃত সোনালি পালক। কবি ও প্রাবন্ধিক খোন্দকার আশরাফ হোসেন সোনালি কাবিন সম্পর্কে তাঁর এক গদ্যে বলেছেনÑ ‘সোনালি কাবিন’ একটি বহুমাত্রিক কবিতা। আল মাহমুদের কাব্যখ্যাতির মূল স্তম্ভ এই কবিতাটিতে বিবিধ বৈপরীত্যের সহাবস্থান ঘটলেও বিপ্লবের ঘূর্ণায়িত পিস্টনের প্রাবল্য একে এটি ঈর্ষণীয় সংহতি দিয়েছে। প্রেম ও বিপ্লবের সপক্ষে তাঁর অনুরাগ একই উষ্ণতায় ব্যক্ত, যদিও এই দুটি প্রবণতার প্রতি তাঁর মনোভাব অতিসরল ও একরৈখিক।’ বিষণœ পাখির ডানায় বেঁধে দিলে প্রেমিকার ঘ্রাণ কোন একদিন পৌঁছে যাবে তার ঠিক ঠিকানায়। অথবা কোন দিন কোথাও পৌঁছিবে না কোন প্রিয়সীর কাছে। তবুও কবি লিখেন নিজ বিবেচনায়Ñ নিজকল্পে চিরায়ত লোকগাথার স্বরে। নিজস্ব জগতের অনুপম সংলাপ; লোকজ ভাবনার সঙ্গীতে। ‘অঘোর ঘুমের মধ্যে ছুঁয়ে গেছে মনসার কাল লোহার বাসরে সতী কোন ফাঁকে ঢুকেছে নাগিনী, আর কোনদিন বলো দেখবো কি নতুন সকাল ? উষ্ণতার অধীশ্বর যে গোলক ওঠে প্রতিদিনই। বিষের আতপে নীল প্রাণাধার করে থরো থরো আমারে উঠিয়ে নাও হে বেহুলা, শরীরে তোমার, প্রবল বাহুতে বেঁধে এ-গতর ধরো, সতী ধরো,’ (সনেট-০৮, সোনালি কাবিন) কবি মজনু শাহ ‘সোনালি কাবিন’ সম্পর্কে অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের সাহিত্য সাময়িকী সুবর্ণরেখায় এক গদ্যে বলেছেনÑ ‘সত্য যে, কবি আল মাহমুদের ‘সোনালি কাবিন’ যখন প্রকাশিত হলো, সেটা একটা দিক-নির্ণয়ী ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। আজকের বাংলা কবিতার প্রেক্ষিতেও ওই কাব্যের জন্য তিনি সর্বাধিক নন্দিত হন। পাঠক তাঁকে অল্পকিছু কবিতা দিয়েই চিহ্নিত করতে পেরেছিলেন সেদিন। তারপর অনেক কবিতাই লিখেছেন তিনি, অনেক রকম, কিন্তু সোনালি কাবিনের সাফল্যকে পেরিয়ে যাবার মতো কবিতা আমরা আর তাঁর কাছ থেকে পাইনি।’ ২০১০ সালে যুক্তরাষ্ট্র থেকে প্রথম ‘সোনালি কাবিন’র ইংরেজী অনুবাদ প্রকাশিত হয়। বাংলাদেশের কবি ও ইংরেজী সাহিত্যের অধ্যাপক সায়ীদ আবু বকর কর্তৃক অনুদিত বইটি প্রকাশ করেছে ও-চৎড়পষধরস ঢ়ৎবংং। কিছু দিনের মধ্যেই সোনালি কাবিনের ইংরেজী অনুবাদ ‘ঞযব এড়ষফবহ শধনরহ’ এর ২য় সংস্করণ প্রকাশিত হয়। এ থেকে বুঝতে পারা যায় দেশের বাহিরের কবিতা উৎসাহী পাঠকদের কাছেও সোনালি কাবিনের গ্রহণযোগ্যতা লাভ করেছে। সোনালি কাবিনের স্থানিকতা, ঐতিহাসিকতা, নান্দনিকতা এবং এর অন্তর্গত তাৎপর্য ও দ্যোতনা পাঠককে গত চারদশক ধরে অবিরাম আকৃষ্ট করে চলেছে। হয়ত আরও শতাব্দীর পর শতাব্দী বাংলা কবিতার আগ্রহী পাঠককে এই সোনালি কাবিন ঘোরগ্রস্ত করে রাখবে। পরিচিতি ঃ বাংলাদেশের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভূতের দিয়া গ্রামে ১০ জানুয়ারি ১৯৮৭ খ্রিঃ জন্মগ্রহণ করেন। প্রথম লেখা প্রকাশিত হয় ২০০৩ সালে। এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধিত্বশীল দৈনিক পত্রিকার সাহিত্য বিভাগ, সাহিত্য পত্রিকাসহ দুইবাংলার লিটলম্যাগে একযুগ ধরে লিখছেন। সরকারী ব্রজমোহন কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। দশ বছর ধরে সম্পাদনা করছেন সাহিত্য বিষয়ক ছোট কাগজ ‘আড্ডা’। প্রকাশিত কবিতার বই ঃ অলৌকিক স্বপ্নের যৌথ বিবৃতি (২০১৩), সাইরেন (২০১৫), কালো হাসির জার্নাাল
×