ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ জুলাই ২০১৬

ফ্যাশন সংবাদ

অপাস ফ্যাশন হাউস অপাস শোরুমে নানা রঙের বিন্যাস আর নজরকাড়া বৈচিত্র্যের, এক্সক্লুসিভ ডিজাইনের বেশকিছু পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। বর্ষা ঋতু উপলক্ষে অপাস ফ্যাশন হাউস নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি এনেছে। ঋতু বৈচিত্র্যের কথা মাথায় রেখে ফেব্রিক্স ও রঙের ক্ষেত্রে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। যে কোন উৎসবে নিত্যনতুন ডিজাইনের ব্যাপক পাঞ্জাবির আয়োজন করে অপাস। ফ্যাশন হাউস অপাসের পাঞ্জাবি তৈরি করা হয়েছে সুতি, সিল্ক, খাদি কাপড়ে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে। নকশা করা নিজস্ব ডিজাইনে নতুন চিন্তা, লেআউট ও কম্বিনেশনে ক্রেতারা পাবেন ভিন্নমাত্রার আমেজ। বর্ষার আয়োজনে প্রধানত জোর দেয়া হয়েছে পোশাকের উপকরণের ডিজাইনে, কাট প্যাটার্ন ও ফিনিশিংয়ে এবং এক্সেসরিজের ব্যবহারে। ক্রেতাদের কথা ভেবে কয়েকটি মূল্যসীমায় পাঞ্জাবির কালেকশন সাজিয়েছে। ৬১ আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফ্লোর), শাহবাগ, ঢাকা। মুঠোফোন : ০১৯১৪-৬১ ৪০ ১৬। ওমেন্স ওয়ার্ল্ড আজকাল কখনও ভ্যাপসা গরম, কখনও টিপটিপ বৃষ্টি, এ সময়ে ত্বকের যতœ নেয়া কঠিন হয়ে পড়ে। কারণ আবহাওয়ার বাহারি মেজাজের সঙ্গে পাল্লা দিতে গিয়ে এ সময়ে ব্ল্যাক হেডস্, চোখের নিচে কালি, ত্বকে ভাঁজপড়া, ত্বক অনুজ্জ্বল হয়ে ওঠা, মেছতা, ব্রণ, হোয়াইট হেডসসহ নানা ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়। এ সময়টিতে ত্বকের নানা সমস্যার সমাধান দিতেই ওমেন্স ওয়ার্ল্ড গ্রাহকের জন্য নিয়ে এসেছে নতুন সুবিধা ও সেবা। আকর্ষণীয় ছাড়ে সাজানো হয়েছে ফেসিয়াল, পেডিকিওর মেনিকিওরসহ তিনটি প্যাকেজ। মাত্র ৬০০ টাকা থেকে শুরু ওমেন্স ওয়ার্ল্ডের বর্ষা প্যাকেজ থেকে আপনারটি বেছে নিতে যোগাযোগ করুন-গুলশান : ০১৭৩৩-২২৬১৫১, বনানী : ০১৭৩৩-২২৬১৫২ গ্রামীণ ইউনিক্লো জাপান তথা এশিয়ার নং-০১ পোশাকের ব্র্যান্ড ইউনিক্লো এর বাংলাদেশী সামাজিক ব্যবসায় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে স্টোর উদ্বোধনের তিন বছর অতিক্রম করল। গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে যাত্রা শুরু করে স্বল্পমূল্যে আরামদায়ক পোশাক সরবারহের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে গ্রামীন হেলথ কেয়ার ট্রাস্ট এর সাথে যৌথ ভাবে গ্রামীণ ইউনিক্লো প্রতিষ্ঠা হয়। বর্তমানে গ্রামীণ ইউনিক্লো এর ৯টি আউটলেট রয়েছে। গ্রামীন ইউনিক্লো আউলেট লোকেশন: বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড এবং গুলশান বাড্ডা লিংক রোডে। বার্ডস আই বার্ডস আই নিয়ে এসেছে নতুন ডিজাইনের নান্দনিক ফ্যাশনেবল পোশাক। বার্ডস আইয়ে পাওয়া যাবে র্টি-শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, শার্ট ও পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের তিনটি শো-রুমে। বার্ডস আইয়ের শো-রুমে সব ধরনের পোশাক সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। যোগাযোগ : বার্ডস আই, ৪,৫,৮,৯,২৬,৮৪ (২য় তলা) আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০। ফোন: ০১৯১৫ ০৬৮১৫৩। মূল্য ছাড় শুরু হয়েছে হজের প্রস্তুতি। তাই বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থিত আল-ইসলাম ব্রাদার্স তাদের হজ সামগ্রীতে দিচ্ছে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাজী মোঃ মহিবুল্লাহ রাজু বলেন, আমাদের এখানে ইন্দোনেশিয়া ও দেশীও এহরাম বাঁধার টাওয়াল সেট ৫০০ থেকে ২ হাজার ৫০০, এহরাম বাঁধার কাপড় সেট ৫০০ থেকে ৩ হাজার ৫০০, এহরাম বাঁধার বেল্ট ৬০ থেকে ৪০০, মিনাব্যাগ ৬০ থেকে ১৫০, পাসপোর্ট ব্যাগ ৩০ থেকে ৬০, জুতা রাখার ব্যাগ ১০ থেকে ২০, পাথর রাখার ব্যাগ ১০ থেকে ২০, প্লাস্টিক জায়নামাজ ২০০ থেকে ৩০০, কাটার বক্স ২০০ থেকে ৫০০, হজ গাইড বই ৮০ থেকে ৩০০, কাঁধের ব্যাগ ৫০ থেকে ১০০, হিজাব ১৫০ থেকে ৭০০, মহিলা এহরাম সেট ৮০০ থেকে ২ হাজার ৫০০, মহিলাদের চুল বাঁধার টুপি ৫০ থেকে ১৫০, হাত মোজা ও পা মোজা ৫০ থেকে ২০০, হাওয়ার বালিশ ১৫০ থেকে ১ হাজার, বোডিং হোল্ডার ৩০০ থেকে ১ হাজার ২০০, সানক্যাপ ১০০ থেকে ২০০, পায়ের তাবেয়া ২০০, চামড়ার মোজা ৪০০ থেকে ১ হাজার, তায়ম্মুমের মাটি ৫০ থেকে ১০০, মিসওয়াক ২০ থেকে ৫০, সালোয়ার ৩০০ থেকে ৪৫০, ছাতা ১৫০ থেকে ৬০০, ছোট কোরআন শরীফ ১০০ থেকে ৪৫০ টাকা। এছাড়া আছে গামছা-টাওয়াল, জুতা, টুপি, তসবি, আতর, বোরকা। এসব কেনা যাবে পাইকারি ও খুচরা। ঠিকানা : আল-ইসলাম ব্রাদার্স, মোবাইল : ০১৮২৩-৮৮০১৫৮ অরা বিউটি লাউঞ্জ ব্রাইডাল মেকআপ ছাড়াও অরাতে রয়েছে হেয়ার রিবন্ডিং, ব্রাইডাল মেহেদী, ব্রাইডাল ফেসিয়াল, গ্লো এন্ড শাইনিং ফেসিয়াল, পার্টি মেকআপ, ফেসিয়াল, মেনিকিওর-পেডিকিওর, হেয়ার কাটিং এন্ড স্টাইল, হেয়ার কালারিং, ফুট মাসাজ সহ রূপচর্চার আরো নানান সেবা। যোগাযোগ: গোল্ড প্যালেস (২য় তলা), ৩, নিউ বেইলী রোড, ঢাকা। ফোন: ৯৩৩৩২৬৬
×