ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পান্থ আফজাল

বর্ষায় ক্যাজুয়াল পোশাক

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ জুলাই ২০১৬

বর্ষায় ক্যাজুয়াল পোশাক

ঋতু বৈচিত্রের পালা বদলে এসেছে ঋতুু রানী বর্ষা। চলছে শ্রাবণ মাস। শ্রাবণের প্রথম দিন থেকেই মেঘের আনাগোনা ও বৃষ্টির যেন নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে পরোক্ষণেই শ্রাবনের ঢল। চারদিকে পানিতে থৈ থৈ করতে থাকে। যে কারনে রাস্তায় বেরুতে হলে ভেবে চিন্তে বের হতে হয়। সাবধানতা অবলম্বন করতে হয় পোশাক আশাকে। একে তো বৃষ্টি তার উপর অসহনীয় গরম। সব কিছু মিলিয়েই যেন পোশাক পরিকল্পনা করতে হয়। কর্পোরেট সার্ভিস হোল্ডার ছাড়া বেশির ভাগ মানুষই এই গরমে চায় একটু ক্যাজুয়াল ড্রেস পরে চলাফেরা করতে। বিশেষ করে ষ্টুডেন্টরা। ক্যাম্পাসে যাওয়া, গ্রুপ ষ্টাডি করা, টিচারের কাছে পড়তে যাওয়া সব মিলিয়ে বাইরের আবহাওয়ার তাদের চলাফেরাটা বেশি। সে কারনে আবহাওয়া উপযোগী পোশাকে তারা গুরুত্ব দেয় বেশি। শার্ট কিংবা শর্ট শার্টেও চেয়েও টি-শার্ট এবং পলো টি-শার্ট বেশ কম্ফোর্টেবল। কারণ ভেজা আবহাওয়ায় ক্যাজুয়াল বেশ ভাল মানায়। হঠাৎ ভিজে গেলেও মুশকিলে পরতে হয় না। তরুন প্রজন্ম গ্যাভারটিন কিংবা জিন্সের সঙ্গে টি-শার্ট, শর্ট শার্ট বেশি পছন্দ করলেও, বর্তমানে পলো টি-শার্ট বেশ জনপ্রিয়। টি-শার্টের নতুন প্যাটার্ন। অর্থাৎ টি-শার্ট যেমন রাউন্ড নেক ঠিক তেমনি পলো টিশার্টের বডি প্যাটার্ন টি-শার্টের মতো হলেও এর সঙ্গে যুক্ত হয়েছে কলার। যা ফ্যাশন ট্রেন্ডে যোগ করেছে নতুন মাত্রা। পলো টি-শার্টের প্যাটার্ন নতুন বললে ভুল হবে কারন বেশ কয়েক বছর হয়ে গেছে ফ্যাশন ট্রেন্ডে যোগ হয়েছে এটি। এ ব্যাপারে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র রুমেল জানান একটা সময় টি-শার্ট অন্য কিছু পরার কথা চিন্তা করতাম না। কিন্তু এখন পলো টি-শার্টের প্রতি দূর্বলতা বেড়েছে। দেখতেও বেশ ফ্যাশনেবল। যে কারনে পলো জিন্স কিংবা গ্যাভারটিনের সঙ্গে পলো টি-শার্ট ছাড়া অন্য কিছু পড়া হয় না। ঢাকার বিভিন্ন ফ্যাশন আউটলেট ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি শো-রুমেই শোভা পাচ্ছে কালারফুল পলো টি-শার্ট। আবহাওয়া কে মাথায় রেখে পলো টি-শার্টের ফেব্রিক নির্ধারন করা হয়। এই গরমে আরামদায়ক পলো টি-শার্টের ব্যাপক চাহিদা লক্ষ্য করছেন ব্যবসায়ীরা। যে কারনে অন্যান্য প্রোডাক্টের চেয়েও গুরুত্ব দিচ্ছেন পলো টি-শার্ট কে। দামও হাতেও নাগালে হওয়াতে চাহিদা বাড়ছে দিন দিন। ডিজাইন এবং ফেব্রিক ভেদে দাম কিছুটা ভ্যারি করলেও পলো টি-শার্টের দাম সবগুলো প্রায় কাছাকাছি। ৩৫০ টাকা থেকে ৬৫০ টাকার মধ্যে পড়বে পলো টি-শার্ট। এই গরমে আরামদায়ক পোশাকের সন্ধানে ছুটে সবাই। সে দিক থেকে ছেলে মেয়ে উভয়ের জন্য পলো টি-শার্ট বেশ মানানসই। তাছাড়া যুগের সঙ্গে নিত্য নতুন ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে যুক্ত হওয়াও বেশ রোমাঞ্চকর। ছবি : মানস সেন মডেল : রুবেল, রিমু ও সেলিম পোশাক : আরশি
×