ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্সেল-জনকণ্ঠ টি২০ বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৬:২১, ২৯ জুলাই ২০১৬

মার্সেল-জনকণ্ঠ টি২০ বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

স্পোর্টস রিপোর্টার ॥ জমকালো আয়োজনে ‘মার্সেল-জনকণ্ঠ টি২০ বিশ্বকাপ কুইজ’-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠ ভবনের কনফারেন্স রুমে সৌভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক রকিবুল হাসান ও খালেদ মাসুদ পাইলট। প্রথম পর্বে প্রথম পুরস্কার মার্সেল রেফ্রিজারেটর পেয়েছেন বাগিচাগাও কুমিল্লার জিনাত রেহানা সোমা। দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার বিজয়ীও একজন মেয়ে। তিনি শ্রীমঙ্গল সিলেটের আলপনা দত্ত। আলপনা পেয়েছেন মার্সেল ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন। গত ১ জুন জমকালো আয়োজনে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছিল। প্রায় দুই মাস পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হলো। গত ৮ মার্চ থেকে ৩ এপ্রিল ভারতে অনুষ্ঠিত হয় টি২০ বিশ্বকাপ ক্রিকেট। এ উপলক্ষে মার্সেলের সৌজন্যে দৈনিক জনকণ্ঠ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এতে গোটা দেশে ব্যাপক সাড়া পড়ে এবং হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম পর্বের প্রথম পুরস্কার জয় করেন কুমিল্লার সোমা। সদ্য বিবাহিত এই তরুণী পুরস্কার জিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোমা বলেন, অনেক ভাল লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া। আমি এখানে আসতে পেরে খুব খুশি। জনকণ্ঠ পরিবারকে আমার অশেষ ধন্যবাদ ও শুভকামনা। ধন্যবাদ জানাচ্ছি মার্সেলকেও। সোমা তার পুরস্কার প্রাপ্তির জন্য স্বামী মাসুদ রানার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, ব্যবসায়ী স্বামীর উৎসাহের কারণেই তিনি খেলাধুলার প্রতি আগ্রহী হয়েছেন এবং কুইজে অংশ নিয়েছেন। সোমা বলেন, রকিবুল ও পাইলট ভাইয়ের হাত থেকে পুরস্কার নিতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। সদ্য বিবাহীত দম্পতি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে সাবেক দুই তারকা ক্রিকেটারকে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন বিজয়ীরা। সবাই রকিবুল হাসান ও খালেদ মাসুদ পাইলটের সঙ্গে সেলফি তুলে ক্ষণটাকে স্মরণীয় করে রাখেন। দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার বিজয়িনী আলপনা দত্ত আসেন সিলেটের শ্রীমঙ্গল থেকে। পুরস্কার পেয়ে বেজায় খুশি তিনি। একজন সফল মা আলপনা অনুষ্ঠানে আসেন স্বামী ও ছেলেকে সঙ্গে নিয়ে। প্রতিক্রিয়া জানিয়ে আলপনা বলেন, কি যে ভাল লাগছে বলে বোঝাতে পারব না। আমি খুব খুশি। জনকণ্ঠ ও মার্সেলকে অভিনন্দন জানাচ্ছি। প্রথম পুরস্কার জিতে যেমন বাজিমাত করেছেন আলপনা তেমনি ব্যক্তি জীবনেও সফল তিনি। তার দুই ছেলে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এক ছেলে নিশাত দত্ত মায়ের সাফল্যে গর্বিত। তিনি বলেন, আমি খুব খুশি মা পুরস্কার পাওয়ায়। মায়ের সাফল্য, হাসি দেখলে কার না ভাল লাগে বলুন। দ্বিতীয় পর্বের দ্বিতীয় পুরস্কার মার্সেল রেফ্রিজারেটর জয় করেন হেমায়েতপুর ঢাকার রুমানা বেগম। ভাই ও ছোট্ট ছেলেকে নিয়ে পুরস্কার নিতে আসেন তিনি। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত রুমানা বলেন, ভাল লাগছে অনেক। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালবাসা। পুরস্কার বিতরণীর শেষ পর্বে জনকণ্ঠের স্টাফদের মধ্যে র‌্যাফেল ড্র হয়। এতে ওয়ালটন মোবাইল জয় করেন আতিয়ার রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের নির্বাহী পরিচালক তোফায়েল আহমদ, নির্বাহী পরিচালক জাকির হোসেন, দৈনিক জনকণ্ঠের নগর সম্পাদক কাওসার রহমান, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, ফটোসম্পাদক হাসানুজ্জামান তরুণসহ অনেকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক জনকণ্ঠের বিজ্ঞাপন বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান মার্সেলের এক্সিকিউটিভ ডাইরেক্টর (পিআর এ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবির, মার্সেলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাহ শহীদ চৌধুরী, মার্সেলের এরিয়া ম্যানেজার রাশেদুল হাসান, মার্সেলের অফিসার (২) মোঃ পারভেজসহ প্রতিষ্ঠানটির অনেক কর্মকর্তা।
×