ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তৃতীয় টেস্টে আবারও ইংল্যান্ড দলে বড় পরিবর্তন

প্রকাশিত: ০৬:২১, ২৯ জুলাই ২০১৬

তৃতীয় টেস্টে আবারও ইংল্যান্ড দলে বড় পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মাস ধরেই ইনজুরি সমস্যা বেশ ভোগাচ্ছে। এই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মে মাসে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। হাঁটুর সমস্যাটা তখন থেকেই বেশ ভোগাচ্ছে। এবার সফরকারী পাকিস্তানের বিপক্ষেও একই সমস্যার কারণে তিনি লর্ডস টেস্টে খেলতে পারেননি। তবে ফিরেছিলেন ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে। অবশ্য ব্যাটে-বলে তেমন সুবিধা করতে পারেননি এ পেস বোলিং অলরাউন্ডার। তবে ব্যালান্সড একটি দল গড়ে দ্বিতীয় টেস্ট জিতে ইংল্যান্ড সমতা এনেছে সিরিজে। এবার এগিয়ে যাওয়ার পালা। সময় আছে আরও ৫ দিন। কিন্তু এরপরও নিশ্চিত হয়ে গেছে স্টোকসের আর খেলা হচ্ছে না এ সিরিজে। এমনকি পুরো গ্রীষ্মটাই তাকে কাটাতে হবে মাঠের বাইরে। তার ডান হাঁটুর কাফ-মাসল ছিঁড়ে গেছে এবং অস্ত্রোপচার করাতে হবে। এ কারণে বার্মিংহামে তৃতীয় টেস্টের দলে ফিরেছেন লর্ডসে অভিষেক হওয়া পেসার জেক বল আর স্টিভেন ফিন। ফলে আবারও লর্ডস টেস্টের দল নিয়েই বার্মিংহামে পাকিস্তানের মুখোমুখি হবে ইংলিশরা। লর্ডসে সফরকারী পাকদের কাছে প্রথম টেস্টে পরাজিত হয় ইংল্যান্ড। ওই টেস্টে ছিলেন না অপরিহার্য পেসার জেমস এ্যান্ডারসন ও অলরাউন্ডার স্টোকস। এ্যান্ডারসনের কাঁধের ইনজুরি এবং স্টোকসের ছিল হাঁটুর ইনজুরি সমস্যা। ৭৫ রানে হারের পর দ্বিতীয় টেস্টে সামঞ্জস্যপূর্ণ একটি দল পায় ইংল্যান্ড। ৩৩০ রানের বিশাল জয় নিয়ে চার টেস্টের সিরিজে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা। ওই টেস্টে ইনজুরি কাটিয়ে ফেরেন এ্যান্ডারসন ও স্টোকস। দলের বাইরে চলে যান ফিন ও বল। কিন্তু তাদের আবারও ফিরিয়ে আনতে হয়েছে। কারণ, আবারও ইনজুরিতে পড়েছেন স্টোকস। এ কারণে ৫ দিন পর বার্মিংহামে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে লর্ডস টেস্টের একাদশ নিয়েই নামতে হবে ইংল্যান্ডকে। অবশ্য এ্যান্ডারসন থাকছেন। স্টোকস নতুন করে ইনজুরিতে পড়ার পর এমআরআই স্ক্যানে শনাক্ত হয়েছে ডান হাঁটুর কাফ মাসলে বড় ধরনের সমস্যা। মাসল ছিঁড়ে গেছে তার। অবশ্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মেডিক্যাল টিম আগামী সপ্তাহে স্টোকসের ইনজুরির অবস্থাটা পর্যালোচনা করবে। কিন্তু আপাতত তার ইনজুরির অবস্থা থেকে অস্ত্রোপচার করাতে হবে এমনটাই নিশ্চিত হওয়া গেছে। সে কারণে এই গ্রীষ্মে আর মাঠেই নামা হবে না তার। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে খেলা বাকি ১০ ক্রিকেটারের ফিটনেস নিয়ে কোন সমস্যা নেই। তাই তারা স্কোয়াডে থাকছেন। এছাড়া ফিরেছেন বল এবং ইয়র্কশায়ার লেগস্পিনার আদিল রশিদ। ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ডারহাম এবং ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস আগামী টেস্ট মিস করবেন। কারণ এমআরআই স্ক্যান করানোর পর দেখা গেছে তিনি ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের চতুর্থ দিনে যে ইনজুরিতে পড়েছিলেন সেখানে দেখা গেছে ডান হাঁটুর কাফ মাসল ছিঁড়ে গেছে তার। আগামী সপ্তাহে স্টোকসের ইনজুরিটা ইংল্যান্ডের মেডিক্যাল টিম পর্যালোচনা করবে। আর ঘোষিত স্কোয়াডকে আগামী সোমবার সকালে রিপোর্ট করতে হবে। লর্ডস টেস্টে ছিল ১৪ জনের দল। দ্বিতীয় টেস্টে ছিল ১২ এবং এবার ইসিবি ঘোষণা করেছে ১৩ সদস্যের দল। স্টোকসে ছাড়া এখন আরেক পেস অলরাউন্ডার ক্রিস ওকসের ওপরই বেশি নির্ভর করতে হবে ইংল্যান্ডকে। অবশ্য, ওকস দুর্দান্ত ফর্মে আছেন। দুই টেস্টেই ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট এবং পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ৪২ গড়ে রান করার পাশাপাশি বল হাতে ১৯ এরও নিচে ছিল বোলিং গড়। বাঁ হাঁটুর ইনজুরির কারণে গত মে মাসে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর আর সেই সিরিজে খেলতে পারেননি। মিস করেছেন দুই টেস্ট এবং ওয়ানডে সিরিজ ও একমাত্র টি২০। বার্মিংহাম টেস্টে ইংল্যান্ড দল ॥ এ্যালিস্টার কুক (অধিনায়ক), এ্যালেক্স হেলস, জো রুট, জেমস ভিন্স, গ্যারি ব্যালান্স, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, মঈন আলী, স্টুয়ার্ট ব্রড, জেমস এ্যান্ডারসন, স্টিভেন ফিন, জেক বল ও আদিল রশিদ।
×