ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিককে বেনচিচের না

প্রকাশিত: ০৬:২০, ২৯ জুলাই ২০১৬

রিও অলিম্পিককে বেনচিচের না

স্পোর্টস রিপোর্টার ॥ এবার রিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন বেলিন্ডা বেনচিচ। মূলত ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ার কারণেই টুর্নামেন্টের শুরুর সপ্তাহ খানিক আগে নিজের নাম প্রত্যাহার করে নিলেন সুইজারল্যান্ডের এই প্রতিভাবান তারকা। বুধবার টুইটারে এ কথা নিশ্চিত করেন তিনি। এ প্রসঙ্গে বেলিন্ডা বেনচিচ লিখেন, ‘এটা খুবই দুঃখজনক বিষয় যে, এ বছরের অলিম্পিক থেকে আমার নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে। যদিওবা উইম্বলডনে পাওয়া কব্জির ইনজুরি থেকে এখন আমি অনেকটাই সুস্থ। সুস্থ হয়ে অনুশীলনের সূচীও করে নিয়েছি। কিন্তু তারপরও মনে হলো রিও অলিম্পিকের জন্য আমি পুরোপুরি প্রস্তুত নই। তাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।’ মাত্র ১৯ বছর বয়স বেলিন্ডা বেনচিচের। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ইতোমধ্যেই নিজেকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন তিনি। কিন্তু মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে কব্জির সেই চোট থেকে সেরে উঠেছেন বেনচিচ। কিন্তু তারপরও পুরোপুরি ফিট হতে সময় নিচ্ছেন সুইস তারকা। ক্রীড়া জগতের মহাযজ্ঞ অলিম্পিকে অংশগ্রহণ না করলেও বেলিন্ডা বেনচিচের লক্ষ্য এখন ইউএস ওপেন। মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে পুরোপুরি প্রস্তুতি নিয়েই কোর্টে নামতে চান তিনি। সেজন্য কোচের সহায়তাও নিচ্ছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৬ নাম্বার তারকা। এ বিষয়ে বেনচিচ বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ আমার কোচ মেলানি মলিটরের সঙ্গে সিনসিনাত্তি, নিউ হ্যাভেন এবং ইউএস ওপেনের প্রস্তুতির জন্য কাজ করব।’ ডোপ নেয়ার অপরাধে নিষিদ্ধ টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা। যে কারণে রাশিয়ান তারকাকে পাচ্ছে না রিও অলিম্পিক। গত মঙ্গলবার নাম প্রত্যাহার করে নিয়েছেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারও। শুধু রিও অলিম্পিক নয়, এ মৌসুমের বাকি সময়টাতেও আর কোর্টে দেখা যাবে না বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে। শুধু কী তাই? রিও অলিম্পিক থেকে নাম সরিয়ে নিয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপও। অলিম্পিকের আতঙ্ক জিকা ভাইরাসের কারণে ব্রাজিলে যাচ্ছেন না তিনি। জিকা ভাইরাসের কারণে ব্রাজিলে যাচ্ছেন না উইম্বলডনের ফাইনালিস্ট মিলোস রাওনিক এবং টমাস বার্দিচও। এছাড়া বেলারুশ সুন্দরীকেও পাবে না রিও অলিম্পিক। কেননা অন্তঃসত্ত্বার কারণে রিও অলিম্পিকে খেলছেন না তিনি। শারাপোভা-হ্যালেপ-আজারেঙ্কাদের অনুপস্থিতিতে রিও অলিম্পিকে নিশ্চিত ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন সেরেনা উইলিয়ামস। তাছাড়া অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন ও যে আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। তাই লন্ডনের শিরোপা রিও অলিম্পিকেও ধরে রাখতে মরিয়া বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস।
×