ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডব্লিউটিএ মন্ট্রিয়েল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে ইউজেনি বাউচার্ড, সামান্থা স্টোসারের বিদায়

মন্ট্রিয়েলে রাদওয়ানাস্কার জয়

প্রকাশিত: ০৬:২০, ২৯ জুলাই ২০১৬

মন্ট্রিয়েলে রাদওয়ানাস্কার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ মন্ট্রিয়েল টুর্নামেন্টের তৃতীয় পর্বে জায়গা করে নিয়েছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা, ভেনাস উইলিয়ামস, সভেতলনা কুজনেতসোভা, রবার্তা ভিঞ্চি এবং এলিনা ভিতলিনার মতো তারকারা। তবে দ্বিতীয় পর্ব থেকেই ছিটকে পড়েছেন সামান্থা স্টোসার, সারা ইরানি এবং কার্লা সুয়ারেজ। গত সপ্তাহেই ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভেনাস উইলিয়ামস। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে ব্রিটেনের জোহানা কন্টার কাছে হেরে যান তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারে ৫০তম শিরোপা জয়ের অপেক্ষাটা আরও বেড়ে যায় তার। তবে মন্ট্রিয়েলের রজার্স কাপেও দুর্দান্ত শুরু করেছেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই। বুধবার দ্বিতীয় রাউন্ডে চেকপ্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করে নেন। দ্বিতীয় পর্বের ম্যাচে ৩৬ বছর বয়সী ভেনাস উইলিয়ামস ৬-৩ এবং ৬-০ সেটে হারান চেক তারকাকে। এর আগে যখন এই দুই খেলোয়াড় একে অন্যের মুখোমুখি হন তখন তিন ঘণ্টার ম্যারাথন লড়াই উপভোগ করে টেনিসপ্রেমীরা। তবে এবার মাত্র ১ ঘণ্টার মধ্যেই স্ট্রাইকোভার বিপক্ষে জয় তুলে নেন ভেনাস। প্রতিপক্ষের বিপক্ষে অনায়াস জয়ে দারুণ তৃপ্ত ভেনাস। আগামী মাসেই শুরু হবে ক্রীড়া জগতের মহাযজ্ঞ অলিম্পিক। তার আগে মন্ট্রিয়েলে শিরোপা জেতাটাই ভেনাস উইলিয়ামসের মূল লক্ষ্য। রজার্স কাপে ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছেন ইউজেনি বাউচার্ড। দ্বিতীয় রাউন্ডে তিনি ৬-২ এবং ৬-০ সেটে হারান সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা। এই জয়ের ফলে মধুর প্রতিশোধটাও নিয়ে নিলেন স্বাগতিক তারকা বাউচার্ড। কেননা চলতি মাসের শুরুতেই যে উইম্বলডনে সিবুলকোভার কাছে হেরে যান এই কানাডিয়ান। ম্যাচ শেষে দারুণ সন্তুষ্ট বাউচার্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মন্ট্রিয়েলে খেলাটা আমার কাছে সবসময়ই স্পেশাল। যদিও বা আমি এটা খুব বেশি পারিনি। নিজেদের সমর্থকদের সামনে খেললে আমি সবসময়ই অতিরিক্ত অনুপ্রেরণা পাই।’ মন্ট্রিয়েলের প্রথম রাউন্ডে তিন সেটের কঠিন লড়াইয়ে লুসি সাফারোভাকে হারিয়েছিলেন তিনি। অথচ দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিততে বাউচার্ডের সময় লাগে মাত্র ১ ঘণ্টা ১৩ মিনিট। তৃতীয় রাউন্ডে এখন বাউচার্ডের প্রতিপক্ষ সিবুলকোভারই স্বদেশী ক্রিস্টিনা কুকোভা। স্বাগতিক তারকার বিশ্বাস পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন তিনি। এ বিষয়ে বাউচার্ড বলেন, ‘সিবুলকোভার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই খুব সতর্ক থেকে খেলেছি এবং শেষ পর্যন্তই নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করেছি। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা বাকি টুর্নামেন্টেও ধরে রাখতে চাই। তাই আমার কাছে প্রতিপক্ষ হিসেবে কে আসছে সেটা গুরুত্বপূর্ণ নয়।’ ভেনাস-বাউচার্ড ছাড়াও তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। টুর্নামেন্টের চতুর্থ বাছাই এদিন ৬-১ এবং ৭-৫ সেটে পরাজিত করেন রোমানিয়ার মনিকা নিকুলেস্কোকে। গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম রাদওয়ানাস্কা। কিন্তু নিজেকে মেলে ধরতে বারবারই ব্যর্থ হচ্ছেন তিনি। কিন্তু রজার্স কাপে জ্বলে উঠতে মরিয়া। তবে মন্ট্রিয়েলের এই টুর্নামেন্টে কতটুকু এগুতে পারবেন রাদওয়ানাস্কা ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা। রজার্স কাপের দ্বিতীয় রাউন্ডে রাজত্ব করছেন রাশিয়ানরাও। এদিন দারুণ জয়ে তৃতীয় পর্বের টিকেট নিশ্চিত করেছেন সভেতলনা কুজনেতসোভা, দারায়া কাসাতকিনা এবং এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। ১৬তম বাছাই পাভলিউচেঙ্কোভা এদিন ৬-২ এবং ৭-৫ সেটে হারান ক্রিস্টিনা ম্যাকহেলকে, নবম বাছাই কুজনেতসোভা ৭-৫ এবং ৬-০ সেটে পরজিত করেন স্বদেশী আলা কুদরাতসেভাকে এবং কাসাতকিনা ৭-৬ ও ৬-৩ সেটে পরাজিত করেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে। ইতালির রবার্তা ভিঞ্চির জয়টা স্বদেশী ক্যামিলা জিওর্জির বিপক্ষে। সপ্তম বাছাই ভিঞ্চি এদিন ২-৬, ৬-৩ এবং ৬-৪ সেটে পরাজিত করেন ক্যামিলা জিওর্জিকে।
×