ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ॥ ফেনী সকারের লক্ষ্য ড্র আর ঢাকা আবাহনীর জয়, চট্টগ্রাম আবাহনী চায় সমর্থকদের সন্তুষ্টি আর সমস্যা নিয়েও মোহামেডান চায় জিততে

বিপিএলে আজ মাঠে নামছে তিন বড় দল

প্রকাশিত: ০৬:২০, ২৯ জুলাই ২০১৬

বিপিএলে আজ মাঠে নামছে তিন বড় দল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ লীগ মানেই লম্বা রেসের খেলা। এখানে যারা ধারাবাহিতা বজায় রাখা সহজ নয়। যারা পারে, তারাই সফল হয়। এই সফলতার সংগ্রামে ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ (বিপিএল) ফুটবল আসরে অবতীর্ণ হয়েছে ১২ ক্লাব দল। এই দলগুলোর চারটি আজ মাঠের লড়াইয়ে নামবে পয়েন্ট পাওয়ার জন্য। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বিকেল সাড়ে ৪টায় ফেনী সকার ক্লাব মোকাবেলা করবে ঢাকা আবাহনী লিমিটেডের। একই ভেন্যুতে পরের রাতের খেলায় (সন্ধ্যা সাড়ে ৭টায়) মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত লীগে ১১ দলের মধ্যে অষ্টম হয় ফেনী সকার। ক্লাবটির হয়ে গত চার বছর ধরেই অধিনায়কত্ব করছেন আকবর হোসেন রিদন। ২০০৭-০৮ মৌসুমে জাতীয় দলের হয়ে খেলা ফরোয়ার্ড বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালই। ঢাকায় ১২ দিন দল অনুশীলন করে এসেছে। দলের বিদেশী খেলোয়াড়রা বেশ উঁচুমানের। আছে কামারা, ফেলিক্স ও ফ্র্যাঙ্ক। তবে একজন বিদেশী ফরোয়ার্ড হলে আরও ভাল হতো।’ প্রতিপক্ষ সম্পর্কে রিদনের মূল্যায়ন, ‘প্রথম ম্যাচে আমাদের প্রতিপক্ষ ছিল ব্রাদার্স। তাদের চেয়েও বেশি শক্তিশালী ঢাকা আবাহনী। তারা তো চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। দলের সব পজিশনের খেলোয়াড়ই বেশ উঁচুমানের। সমীহ তাদের করতেই হবে। এই ম্যাচে তারাই ফেবারিট। ওদের কোচ জর্জ কোটান অনেক অভিজ্ঞ। আমাদের কোচও বিদেশী। নাইজিরিয়ান লাডি বাবা লোলা। তিনি বিশ্বকাপেও খেলেছেন। ব্রাদার্সের বিপক্ষে আমরা বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিলাম। ৫-৬টি গোলের সুযোগও পেয়েছি। তবে আবাহনী আমাদের এত সুযোগ দেবে না। হয় তো ১-২টি সুযোগ পাব। এগুলোকেই কাজে লাগাতে সচেষ্ট থাকব। আমরা খেলব কাউন্টার এ্যাটাক স্টাইলে। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আমরা পয়েন্ট চাই। সেটা জয় বা ড্র ... যেভাবেই হোক।’ রিদন আরও যোগ করেন, ‘চট্টগ্রাম উভয় দলের জন্যই নিরপেক্ষ ভেন্যু। কেউ হোমগ্রাউন্ডের সুবিধা পাবে না। ফলে ছোটগুলো তুলনামূলক বেশি নির্ভারচিত্তে খেলতে পারবে। তবে ভেন্যু আরও বাড়লে খুশি হব। আমাদের প্রথম ম্যাচ দেখতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে দর্শকরা এখানে এসেছেন বলে শুনেছি। এটা আমাদের ভাল খেলতে অনুপ্রেরণা যোগাবে।’ আবাহনীর লি টাক ও সানডে চিজোবাকে বেশ বিপজ্জনক খেলোয়াড় বলে মনে করেন রিদন, ‘তাদের প্রতি আমাদের আলাদা নজর থাকবে।’ সবশেষে বলেন, ‘একতা ও শৃঙ্খলাই আমাদের মূল শক্তি।’ ফেনী সকার তাদের প্রথম খেলায় ১-১ গোলে ড্র করেছিল ব্রাদার্সের সঙ্গে। পেশাদার যুগে শুরু হওয়া প্রিমিয়ার লীগের সবচেয়ে বেশি ৪ বারের শিরোপাধারী ঢাকা আবাহনী। তাদের মোট লীগ শিরোপা ১১। তবে অনেকদিন ধরেই লীগে সাফল্য পাচ্ছে না তারা। সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১১ সালে। তবে এই মৌসুমের শুরুতেই (গত জুনে) ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় তারা। এবার প্রিমিয়ার লীগেরও শিরোপা পুনরুদ্ধার করতে চায় দলটি। গতবার আবাহনী লীগ শেষ করে চার নম্বরে থেকে। তবে এবার সব হতাশা ঝেড়ে ফেলে আবারও মুকুট পুনরুদ্ধার করতে চায় দলটি। আবাহনীর অধিনায়ক-ডিফেন্ডার আরিফুল ইসলাম বলেন, ‘শত্রুকে কখনই দুর্বল ভাবা ঠিক না। ফেনী সকার ভাল দল, শক্তিশালী দল। আমরা এই ম্যাচে জয়ের লক্ষ্যেই খেলব। দলে টুকটাক কিছু ইনজুরি আছে, তবে সিরিয়াস কিছু নয়। প্রথম ম্যাচটি খুব টাফ ছিল। ওই ম্যাচে যেসব ভুল আমাদের হয়েছিল, আশা করি এই ম্যাচে তা শুধরে নিতে পারব।’ এখানকার স্থানীয়-জনপ্রিয় ক্লাব চট্টগ্রাম আবাহনী। গত লীগে কোনমতে রেলিগেশন এড়িয়েছিল তারা, হয়েছিল নবম। অথচ শক্তিশালী দল গঠন করে এবার তারা অন্যতম শিরোপাপ্রত্যাশী। গত বছর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ এবং এ বছর স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয় তারা। আজকের ম্যাচ নিয়ে দলের অধিনায়ক-মিডফিল্ডার মামুনুল ইসলাম বলেন, ‘প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী ভাল খেলিনি আমরা। প্রতিপক্ষ ঢাকা আবাহনী শক্তিশালী ঐতিহ্যবাহী দল। জাতীয় দলের বেশিরভাগই খেলোয়াড় এই দলের। কাজেই ওদের সঙ্গে ড্র করাটা মন্দ নয়। লীগ হচ্ছে লম্বা রেস। এখানে বড় দলের বিপক্ষে পয়েন্ট পেলে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। তেমনি আমাদের পরের ম্যাচ আরেক বড় দল মোহামেডানের বিপক্ষে। আমারা চাইব এ ম্যাচ খেলে তিন পয়েন্ট সংগ্রহ করে স্থানীয় সমর্থকদের সন্তুষ্ট করতে।’ গত লীগে মোহামেডানের কাছে দুই ম্যাচেই হেরেছিল চট্টগ্রাম আবাহনী (৫-০ এবং ৩-১)। গত লীগে মোহামেডান তৃতীয় হয়েছিল। এবারও তাদের লক্ষ্য আগের স্থান ধরে রাখা। তারা শেষ লীগ শিরোপা জিতেছে সেই ২০০২ সালে। যেকোন পর্যায়ে তাদের সর্বশেষ শিরোপা সুপার কাপ জয়, ২০১৩ সালে। দলের কোচ কাজী জসিমউদ্দিন আহমেদ জোসি বলেন, ‘এখানে অনুশীলনের মাঠ অপর্যাপ্ত। একটি মাঠে সবাই মিলে ভাগাভাগি করে অনুশীলন করছে। মাঠের ঘাস বড়। এতে সমস্যা হচ্ছে। প্রথম ম্যাচে আমরা ভাল খেলিনি রহমতগঞ্জের সঙ্গে। ওদের চেয়ে চট্টগ্রাম আবাহনী আরও ভাল দল। তাদের সমীহ করে খেললেও জয়ের জন্যই আমরা মাঠে নামব।’ মোহামেডান তাদের প্রথম ম্যাচে ১-১ গোলে করে রহমতগঞ্জের সঙ্গে।
×