ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামের হিমু হত্যা মামলার রায় ১১ আগস্ট

প্রকাশিত: ০৬:১৮, ২৯ জুলাই ২০১৬

চট্টগ্রামের হিমু হত্যা  মামলার রায় ১১ আগস্ট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের চাঞ্চল্যকর হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায় ঘোষিত হবে আগামী ১১ আগস্ট। বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণার কথা থাকলেও সংশ্লিষ্ট বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে যায়। এদিন চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী মামলাটির রায়ের নতুন তারিখ ধার্য করেন। প্রসঙ্গত, প্রায় চার বছর আগে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছিল হিমুকে। সন্তান হত্যার সুবিচার পেতে অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ী প্রবীর মজুমদার ও তার স্ত্রী গোপা মজুমদার। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। অতিরিক্ত মহানগর পিপি অনুপম চক্রবর্তী জানান, মামলায় এজহার নামীয় ৫ আসামির মধ্যে জুনায়েদ আহমেদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন পলাতক রয়েছে। অপর তিনজন চট্টগ্রাম কারাগারে রয়েছে। কারাগারে থাকা আসামিরা হলোÑ ব্যবসায়ী শাহ সেলিম টিপু, শাহাদাত হোসাইন সাজু ও মাহাবুব আলী খান ড্যানি।
×