ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নারী প্রেসিডেন্ট হবে’- লেখা টি-শার্ট নিষিদ্ধ করেছিল ওয়ালমার্ট

প্রকাশিত: ০৬:১০, ২৯ জুলাই ২০১৬

‘নারী প্রেসিডেন্ট হবে’- লেখা টি-শার্ট নিষিদ্ধ করেছিল ওয়ালমার্ট

এ্যান মোলিভার রুবেন ১৯৩৩ সালে তার কাজিন আরউইনকে বলেন, কোন মেয়ে কখনই প্রেসিডেন্ট হতে পারবে না। কয়েক দশক পরও পুঁজিবাদী আমেরিকার পরিস্থিতি একই দেখা যায়, যারা তাকে একই কথা বলার চেষ্টা করে। খবর ওয়াশিংটন পোষ্টের। পিটাসবার্গের মনোবিজ্ঞানী রুবেন ১৯৯০-এর দশকে নারী নেত্রীদের সম্পর্কে ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি নিয়ে অধ্যয়ন করছিলেন। তিনি সানডে পত্রিকায় ‘ডেনিস দ্য মেনেস’ নামে এক কমিক চিত্রের একটি ধারাবাহিক কার্টুনে তরুণদের কোঁকড়া চুলের নারী আন্দোলনকর্মী মার্গারেট তাকে বলেন, একদিন এক নারী দেশের প্রেসিডেন্ট হবে। রুবেন তখন টি-শার্টে একটি সেøাগান ছাপান ও তা ফ্লোরিডায় ওয়ালমার্টে বিক্রি করেন, যা ’৯০-এর দশকে বাজার থেকে তাদের তুলে নিতে হয়। রুবেন জানান, ওয়ালমার্ট জানায়, সে বার্তা ছিল পারিবারিক মূল্যবোধের বিরুদ্ধে। ‘মায়ামি হেরাল্ড’ পত্রিকার মতে, ওয়ালমার্ট নিশ্চিত করেনি যে, বার্তাটি পারিবারিক মূল্যবোধের বিরুদ্ধে ছিল। তবে এতে বলা হয়, এ নীতি রাজনৈতিক নিরপেক্ষতার দর্শনের পরিপন্থী। এ নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টির পর ওয়ালমার্ট সেটি আবার ফিরিয়ে আনে। রুবেন বলেন, তিনি নতুন একটি সংস্করণ তৈরি করেন তাতে লেখা থাকে ‘সেই দিনটিই এখন’। রুবেন এখন ৯১ বছর বয়সী নারী অধিকারকর্মী আইনজীবী। তিনি জানান, সেই দিনটি হচ্ছে মঙ্গলবার রাত যেদিন ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে হিলারি ক্লিনটনের প্রথম নারী হিসেবে প্রেসিডেন্ট মনোনয়ন দেয়া হয়।
×