ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যাটোর শক্তিবৃদ্ধি, মোকাবেলায় রাশিয়ার নতুন টাস্কফোর্স

প্রকাশিত: ০৬:১০, ২৯ জুলাই ২০১৬

ন্যাটোর শক্তিবৃদ্ধি, মোকাবেলায় রাশিয়ার নতুন টাস্কফোর্স

ইউরোপের রুশ সীমান্ত বরাবর ন্যাটোর ব্যাপক সামরিক শক্তিবৃদ্ধির মোকাবেলায় মস্কো সম্পূর্ণ নতুন এক টাস্কফোর্স গঠন করছে। এ বাহিনী রাশিয়ার পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর কাজ করবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ কথা জানান। খবর রুশ টিভির। শোইগু সামরিক বাহিনীর সম্প্রসারণের তিনটি প্রধান কারণ হিসেবে পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক শক্তিবৃদ্ধি, ইউক্রেনের সামরিক পরিস্থিতি এবং ককেশ্বাস অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের সমানুপাতিক পাল্টা ব্যবস্থা নিতে হবে। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড সেশনে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী জানান, ২০১৩ সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় দক্ষিণাঞ্চলীয় সামরিক অঞ্চলে ২০০ বারেরও বেশি মহড়া অনুষ্ঠান করেছে। শোইগু বলেন, সেখানে চারটি জিভিশন, নয়টি ব্রিগেড ও ২২টি রেজিমেন্ট গঠন করা হয়েছে। নবগঠিত ডিভিশনগুলোর মধ্যে দুটি হলো ইস্কান্দার এম ট্যাক্টিক্যাল কোয়াসিব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ইউনিট। এসব ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলীয় টাস্কফোর্সের সন্দেহাতীত ধারণক্ষমতাকে বিরাটভাবে বৃদ্ধি করেছে। মন্ত্রী বিশেষভাবে জোর দিয়ে বলেন, ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার পুনরেত্রীকরণের পর অঞ্চলটিকে সম্পূর্ণভাবে অস্ত্রসজ্জিত করা হয়েছে এবং সেখানে মোতায়েন সৈন্যরা এক স্বনির্ভর টাস্কফোর্সে পরিণত হয়েছে। সৈন্যদের হাতে রয়েছে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী বেল ও ব্যাস্টন ক্ষেপণাস্ত্র, এস-৩০০ভি৪ ও এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং বাক-এম২ এবং প্যান্টসির এস১ ন্যাটোর ভাষায় এসএ ২২ (গ্রেহাউন্ড) কামান-ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উন্নত যুদ্ধাস্ত্র। মন্ত্রী দাবি করেন, এর ফলে সামরিক গুরুত্বপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমান প্রতিরক্ষা সামর্থ্য শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে।
×