ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা

প্রকাশিত: ০৬:০৮, ২৯ জুলাই ২০১৬

পুুঁজিবাজারে সূচকের  মিশ্র প্রবণতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার মূল্যসূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে উভয় বাজারেই দিনটিতে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্রাধান্য ছিল। এ দিনে সবচেয়ে বেশি দর বেড়েছে ৮ম আইসিবি মিউচুয়াল ফান্ডে। এছাড়া রেনউইক যজ্ঞেশ্বর ও মুন্নু স্টাফলারসের বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২৯ কোটি ৬৪ লাখ টাকার কম লেনদেন। আগের দিন ডিএসইতে ৪০৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির শেয়ারদর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑস্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, একমি ল্যাবরেটরিজ, মবিল যমুনা বিডি ও ডেল্ট্রা ব্র্যাক হাউজিং। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ৮ম আইসিবি, মুন্নু স্টাফলারস, রেনউইক যজ্ঞেশ্বর, ওয়াটা কেমিক্যাল, ন্যাশনাল টি, এইচ আর টেক্সটাইল, কোহিনূর, নর্দান জুটস, হাক্কানী পাল্প ও ফারইস্ট নিটিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ শ্যামপুর সুগার, সাভার রিফ্যাক্টরিজ, ঝিল বাংলা, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ফারইস্ট ফাইন্যান্স, সানলাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, ইস্টার্ন ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বে লিজিং, ব্র্যাক ব্যাংক, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল ব্যাংক ও অলিম্পিক ইন্ড্রাস্টিজ।
×