ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূমিকম্প সহনীয় পণ্য উৎপাদন করছে জিপিএইচ ইস্পাত

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ জুলাই ২০১৬

ভূমিকম্প সহনীয় পণ্য উৎপাদন করছে জিপিএইচ ইস্পাত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্প সহনীয় পণ্য উৎপাদন করছে জিপিএইচ ইস্পাত গ্রুপ। পাশাপাশি নির্মাণ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। চাঁদপুর ক্লাব মাঠে বুধবার অনুষ্ঠিত ব্যবসায়ীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন শিল্প গ্রুপটি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জিপিএইচ গ্রুপ চেয়ারম্যান বলেন, আমরা গত পাঁচ বছর ধরে একটি সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ইস্পাত প্লান্টের স্বপ্ন বাস্তবায়নের জন্য ধাপে ধাপে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বছরের শুরুতে প্রাইমেটাল টেকনোলজি জিএমবিএইচ অস্ট্রিয়ার সঙ্গে চুক্তি, পরবর্তীতে ইউসিবির নেতৃত্বে ১২টি ব্যাংকের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের জন্য ১৫৪ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের চুক্তি এবং ইপিসিএমের জন্য বিশ্বখ্যাত ভারতীয় এমএন দস্তর এ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পাদন করেছি। বর্তমানে প্লান্ট বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের লক্ষ্য নির্মাণের জন্য ভূমিকম্প সহনীয় উপকরণ ও পণ্য সামগ্রী তৈরি করা। অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার মোশারফ হোসাইন বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন নাইমা মোশারফ। জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, চ্যানেল পার্টনার ও গ্রাহকরাই হচ্ছে জিপিএইচ ইস্পাতের মূল পরিচালিকা শক্তি। তাদের সেবাদানের জন্য জিপিএইচ একটি শক্তিশালী ও নিবেদিত প্রাণ মার্কেটিং ও সেলস টিম, সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট ইতোমধ্যে তৈরি করেছে। পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের চাঁদপুরের এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার মোশারফ হোসেন, ডিজিএম জাহেদ আল আজবা, উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং পরিবেশক ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা।
×