ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইনসেপ্টা ভ্যাকসিন বাল্ক ম্যানুফেকচারিং উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ জুলাই ২০১৬

ইনসেপ্টা ভ্যাকসিন বাল্ক ম্যানুফেকচারিং উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটডে’ বাংলাদেশে সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র যা দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি ভ্যাকসিন বাল্ক ম্যানুফেকচারিংয়ের সক্ষমতাও অর্জন করেছে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় ইনসেপ্টা ভ্যাকসিন বাল্ক ম্যানুফেকচারিং ফ্যাসিলিটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওষুধ শিল্পেও আন্তর্জাতিক রাজনীতি রয়েছে, অনেক দেশই চায় না বাংলাদেশ ওষুধ শিল্পে সফলতা অর্জন করুক। এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের মেধা, প্রজ্ঞা আর কর্মদক্ষতার সমন্বয়ে আমাদের দেশের ওষুধ শিল্পও একদিন বিশ্ববাজারে মাথা উঁচু করে দাঁড়াবে, কেউ এর অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। বিদেশে ভ্যাকসিন রফতানিতে বিশ^ স্বাস্থ্য সংস্থা হুর স্বীকৃতি আদায়ে সম্ভব সব ধরনের সহায়তা দেয়ার কথাও জানান তিনি। ইনসেপ্টার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. দীন মোহাম্মদ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। অনুষ্ঠানে ইনসেপ্টা ভ্যাকসিন বাল্ক ম্যানুফেকচারিং ফ্যাসিলিটির ওপর প্রেজেন্টেশন প্রদান করেন ইনসেপ্টার ব্যবস্থাপনা পরিচালক।
×