ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই ভিসিসহ পাঁচজনকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ জুলাই ২০১৬

চট্টগ্রামে দুই ভিসিসহ পাঁচজনকে হত্যার হুমকি দিয়ে  উড়ো চিঠি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের দুই শিক্ষাবিদ প্রিমিয়ার বিশ্ববিদ্যারয়ের উপাচার্য ড. অনুপম সেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচ বিশিষ্টজনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। একটি উড়োচিঠির মাধ্যমে এ হুমকি প্রদান করা হয়, যা বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত প্রিমিয়ার ইউনির্ভাসিটির মূল কার্যালয়ে এসে পৌঁছেছে। চিঠিতে আর যে তিনজনকে হত্যার হুমকি দেয়া হয় তারা হলেনÑ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব উদীচীর সহ-সভাপতি ডাঃ চন্দন দাশ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙ্গালি। চিঠিতে আগামী কোরবানির ঈদের আগেই তাদের হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়। কে বা কারা এ চিঠি দিয়েছে তা বলা না হলেও চিঠির ভাষায় ধারণা করা হচ্ছে, জঙ্গীগোষ্ঠী এ হুমকি দিয়ে থাকতে পারে। প্রিমিয়ার ইউনির্ভাসিটির উপাচার্য ড. অনুপম সেন এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, কারা এ চিঠি পাঠিয়েছে তা তিনি জানেন না। তবে চিঠিটি পাওয়ার পর প্রশাসনকে জানানো হয়েছে। এ হুমকিকে তিনি প্রতিক্রিয়াশীল শক্তির কর্মকা- বলে উল্লেখ করে বলেন, যারা ভাবছেন এমন হুমকি দিয়ে স্তব্ধ করা যাবে তারা ভুল ভাবছেন। চিঠিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনকে চট্টগ্রামে ভারতের প্রধান দালাল, চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের প্রধান দালাল, রিয়াজ হায়দার চৌধুরীকে চট্টগ্রামের সাংবাদিকদের প্রধান আওয়ামী দালাল, ডাঃ চন্দন দাশকে গণজাগরণ মঞ্চের প্রধান দালাল ও শওকত বাঙ্গালিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চট্টগ্রামের প্রধান দালাল হিসেবে আখ্যায়িত করা হয়। চিঠিতে লেখা হয়েছে, ‘আগামী কোরবানির ঈদ আপনাদের জন্য শেষ ঈদ। একাত্তর সালে মীমাংসিত যুদ্ধাপরাধ নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে ওই দিনই গরুর সঙ্গে আপনাদেরও কোরবানি করা হবে। দেশের মানুষকে বিভ্রান্ত করায় তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। জীবনের যাবতীয় ইচ্ছা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে নেয়ার নির্দেশ দেয়া গেল। নির্দিষ্ট সময়ের আগেই আমাদের পরিচয় প্রকাশ করা হবে।’ সিএমপি কমিশনার মোঃ ইকবাল বাহার এ ব্যাপারে জানান, চিঠিটি কোত্থেকে এসেছে, কারা দিয়েছে তা তদন্ত করে দেখছি। যে কোন নাগরিক জীবন শঙ্কায় পড়লে তার নিরাপত্তা বিধান করা পুলিশের দায়িত্ব। চট্টগ্রামের দুই উপাচার্যসহ পাঁচ বিশিষ্ট নাগরিকের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে কারা এ চিঠি দিয়েছে তার উল্লেখ না থাকলেও চিঠির ভাষা থেকে ধারণা করা হচ্ছে, জঙ্গীগোষ্ঠীই এ হুমকি দিয়েছে। তবে এ হুমকিতে ভীত নন বলে জানান হুমকি পাওয়া ব্যক্তিগণ।
×