ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী অভিযানে আটক ৯০

প্রকাশিত: ০৫:৩১, ২৯ জুলাই ২০১৬

জঙ্গীবিরোধী  অভিযানে আটক ৯০

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে চলছে জঙ্গীবিরোধী অভিযান। অভিযানে বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ কমপক্ষে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, হাতবোমা, জিহাদী বই ও সিডি। বুধবার রাত ও বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। এদিকে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ এবং সচেতনতা তৈরি করতে বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধন, র‌্যালি, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। রংপুরের তিন উপজেলায় অভিযান চালিয়ে তিন জামায়াত-শিবির নেতাসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তারাগঞ্জ, গঙ্গাচড়া ও মিঠাপুকুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মিঠাপুকুরের ধলারপাড়া গ্রামের জামায়াত নেতা শাহজাহান আলী (৫০), বড় মির্জাপুর গ্রামের জামায়াত নেতা আকমল হোসেন (৪৫) ও সরকারপাড়া গ্রামের শিবির নেতা সুমন (২৫)। সিরাজগঞ্জ ॥ রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে অভিযান চালিয়ে সাত শিবিরকর্মীকে আটকের পর বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। আটক সাতজন, বাড়ির মালিক ‘দৈনিক সংগ্রাম’র স্থানীয় প্রতিনিধি খোরশেদ আলম ও তার ছেলে কাউসার হোসেনসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাতজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হলেন সংগ্রামের প্রতিনিধি খোরশেদ আলমের স্ত্রী জামায়াতের সদস্য সংগ্রহকারী ফাহিমা বেগম (৪০), শিবিরকর্মী রেদওয়ান আহম্মেদ (২৫), আব্দুল হালিম (১৯), রাসেল মাহমুদ (১৯), এবাদুল্লাহ (২০), মুজাহিদুল ইসলাম জিহাদ (২১) ও শফিকুল ইসলাম (২০)। অভিযানের সময় তাদের কাছ থেকে জিহাদী বই, ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়। নওগাঁ ॥ সরকারবিরোধী ও নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে বৃহস্পতিবার বিকেল চারটায় জামায়াতের জেলা নেতা মোঃ সাইদুল ইসলামকে সাপাহার থেকে আটক করে র‌্যাব। এ সময় তার বাড়ি তল্লাশি করে বিপুলসংখ্যক জিহাদী বই উদ্ধার করা হয়। ঝিনাইদহ ॥ নাশকতার মামলায় ঝিনাইদহ থেকে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে জেলা বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। সিলেট ॥ জঙ্গীবিরোধী বিশেষ অভিযানে জকিগঞ্জ থেকে ৩১ জনকে আটক করা হয়েছে। এদের অধিকাংশই জামায়াত-শিবিরকর্মী বলে পুলিশ জানিয়েছে। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জামায়াত-শিবিরকর্মীসহ ৩১ জনকে আটক করা হয়। মাগুরা ॥ মাগুরায় নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে দেড়টার দিকে পৌর এলাকার দোয়ারপাড় আল আমীন ট্রাস্টের সুপার এবং জামায়াত নেতা লিয়াকত আলীকে গ্রেফতার করা হয়। এদিকে দোয়ারপাড় আল আমীন ট্রাস্টের সামনে থেকে বুধবার রাত ১০টার দিকে জিহাদী বই, সিডিসহ আল আমীন (২৩) নামে এক ইসলামী ছাত্রশিবিরের নেতাকে গ্রেফতার করা হয়। আল আমীন মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সহসম্পাদক। জয়পুরহাট ॥ জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতাবিরোধী জনমত তৈরিতে কালাই ডিগ্রী কলেজের উদ্যোগে বৃহস্পতিবার কালাই বাসস্ট্যান্ডে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, পৌর মেয়র হালিমুল আলম জন ও কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। গাইবান্ধা ॥ জঙ্গী, সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত ও নির্মূল করার দাবিতে বৃহস্পতিবার একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ফুলছড়ি উপজেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। নরসিংদী ॥ নরসিংদীতে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গীবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন জঙ্গীবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী সমাবেশ ও মানববন্ধন করেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুষ্টিয়া উপকেন্দ্রের আয়োজনে জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের মূলোৎপাটনের দাবি জানানো হয়। মৌলভীবাজার ॥ ‘রুখি জঙ্গীবাদ, গড়ি অসাম্প্রদায়িক স্বদেশ’ সেøাগানে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ। এতে জঙ্গীবাদবিরোধী কবিতাপাঠ ও গণসঙ্গীত পরিবেশন করা হয়। লক্ষ্মীপুর ॥ জঙ্গী ও সন্ত্রাস হামলা বিরোধী মানববন্ধন করেছে লক্ষ্মীপুর সরকারী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করা হয়।
×