ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে জামায়াত শিবিরের ক্যাডাররা জামিনে ছাড়া পেয়েছে

প্রকাশিত: ১৯:৪৩, ২৮ জুলাই ২০১৬

পার্বতীপুরে জামায়াত শিবিরের ক্যাডাররা  জামিনে ছাড়া পেয়েছে

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর, সৈয়দপুর, দ্ােআনীয়া ও শালবাড়ীর জামায়াত-শিবিরের অর্ধশত চিহ্নিত সন্ত্রাসীরা জামিনে ছাড়া পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে এলাকা ত্যাগ করেছে অনেকেই । এ মূহুর্তে তারা ছেড়ে দেওয়া অবস্থায় থাকলে চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে আবারও অঘটন ঘটানোর আশংকা রয়েছে । তাই সময় থাকতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানিয়েছেন এলাকাবাসীরা । সূত্রমতে জোট সরকারের আমলে এ এলাকায় তাদের ছিল একচেটিয়া আধিপত্য। মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহাব আলী মন্ডল জানান ঐ সময় তারা বেপরোয়া ছিল । তবে এখন নিস্তেজ হয়ে পড়েছে। এলাকার পরিস্থিতি আগের চেয়ে ভাল বলে জানান। স্থানীয়দের সূত্রমতে জোট সরকারের আমলে এলাকার শিবির ক্যাডাররা প্রকাশ্যেই হুমকি দিত। শালবাড়ী ও সৈয়দপুরের দুর্গম জঙ্গলে ঠাই নিয়েছিল জেএমবির সদস্যরা । এখানে তাদের ট্রেনিং দেওয়ার কথা শোনা যেত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা এলাকা ছেড়েছে বলে জানান তারা । সংশ্লিষ্ট ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহজাহান আলী জানান এলাকাবাসী জেগেছে। দলীয় নিদের্শে সন্ত্রাসীদের তালিকা প্রনয়ন শুরু হয়েছে।এর পরে আওয়ামী লীগের কর্মিরাই শুরু করবে চিরনী অভিযান। তাদের নিস্তার নেই। দুস্কৃতিকারীদের খুঁজে বের করে আইনশৃংঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ্দ করা হবে। পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম আজ বুধবার জনকন্ঠকে জানান মামলাগুলো বিচারাধীন। গ্রেফতারকৃতরা জামিনে ছাড়া পেয়েছে। তবে জামায়াত অধ্যষিত স্পর্শকাতর এই এলাকায় পুলিশের সর্বক্ষনিক নজরদারী রয়েছে। পুলিশ সজাগ । অহেতুক বাড়াবাড়ি করে কেউ পার পাবেনা।
×