ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে নতুন যোগাযোগ বৈকল্য বিভাগের যাত্রা শুরু

প্রকাশিত: ০৮:৫৮, ২৮ জুলাই ২০১৬

ঢাবিতে নতুন যোগাযোগ বৈকল্য বিভাগের যাত্রা শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব-প্রতিষ্ঠিত যোগাযোগ বৈকল্য (কমিউনিকেশন ডিজঅর্ডারস) বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ধানম-ির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন মিলনায়তনে শিশু মনস্তত্ত্ববিদ ও অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়েমা ওয়াজেদ হোসেন এই বিভাগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভপতিত্ব করেন ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে সায়েমা ওয়াজেদ বলেন, যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যোগাযোগ বৈকল্য বিষয়ে শিক্ষা ও গবেষণা না হলে মানুষের মাঝে, সমাজের মাঝে উন্নতি সৃষ্টি করা যাবে না। যোগাযোগের উন্নতি না হলে সমাজ এগিয়ে যাবে না, দেশ এগিয়ে যাবে না। ব্যক্তি মানুষের এই সমস্যা পরিবার সমাজকে প্রভাবিত করে তাই এই বিভাগের গুরুত্ব অপরিসীম। এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, যোগাযোগের মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করে। সমাজের মানবিক ও মানসিক অগ্রগতির সূচনার জন্য এই বিভাগের প্রয়োজনীয়তা রয়েছে।
×