ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার মুখে ঐক্যের কথা ভাঁওতাবাজি॥ ন্যাপের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিম

প্রকাশিত: ০৮:৫১, ২৮ জুলাই ২০১৬

খালেদার মুখে ঐক্যের কথা ভাঁওতাবাজি॥ ন্যাপের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গীবাদ নির্মূলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে ঐক্যের কথা বলেন তা ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়। তিনি বলেন, উনি একদিকে জাতীয় ঐক্যের কথা বলছেন, অন্যদিকে জঙ্গীবাদে মদদদাতা জামায়াতকে ছাড়তে পারছেন না। বুধবার ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৪ দলের অংশ ন্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ন্যাপের নেতাকর্মীদের আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দনও জানান মোহাম্মদ নাসিম। ন্যাপের কার্যকরী সভাপতি আমিনা আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ন্যাপের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য বিমল বিশ্বাস, জাসদ একাংশের সভাপতি নুরুল আমিন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাহদৎ হোসেন। বাসদের আহবায়ক রেজাউল হোসেন খান। আলোচনা সভায় বক্তারা জঙ্গীবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান। একই সঙ্গে জঙ্গীবাদের মদদদাতা জামায়াতের সঙ্গ না ছেড়ে জঙ্গীবাদবিরোধী জাতীয় ঐক্যের কথা বলায় বিএনপির সমালোচনও করেন তারা। বক্তারা বলেন, জঙ্গীরা আমাদের তরুণ সমাজকে টার্গেট করছে। দেশ বাঁচাতে ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদ রুখতে হবে। আলোচনা সভায় মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফ্্ফর আহমদের সভাপতিত্ব করার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে তার একটি লিখিত বক্তব্য পাঠ করেন আলোচনা সভার সঞ্চালক ন্যাপের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন।
×