ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই গুলশানে হামলা ॥ রওশন

প্রকাশিত: ০৮:৩৪, ২৮ জুলাই ২০১৬

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই গুলশানে হামলা ॥ রওশন

সংসদ রিপোর্টার ॥ বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেছেন, বৈশ্বিক জঙ্গী-সন্ত্রাসবাদের সঙ্গে বাংলাদেশে সাম্প্রতিক হামলার সঙ্গে কোন সম্পর্ক নেই। বিদেশীদের হত্যা করে সারাবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণœ, উন্নয়ন-অগ্রগতি ব্যহত ও দেশকে অস্থিতিশীল করতেই গুলশানে এমন বর্বরোচিত হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি জাতীয় ঐক্যে গড়ে তোলার মাধ্যমে সম্মিলিতভাবে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ সমূলে উৎপাটনের আহ্বান জানান। বুধবার রাতে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের দীর্ঘ বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। গুলশান ও শোলাকিয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, কোন বিবেকবান মানুষ এ ধরনের ঘটনা ঘটাতে পারে না। এ হামলার প্রধান লক্ষ্যই ছিল বিদেশীদের হত্যা করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করা। দেশকে অস্থিতিশীল করতে, বিনিয়োগ বন্ধ এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করতেই এ হামলা। বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে নিরাপদ দেশ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে যেসব ঘটছে তার সঙ্গে বিশ্বের ঘটনার সঙ্গে কোন মিল নেই। বিশ্বে আইএস, আল কায়েদাসহ নানা জঙ্গী গোষ্ঠী হামলা চালাচ্ছে। কিন্তু আমাদের দেশে সেসব নেই। বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, দেশের মানুষ ভাল আছেÑ তা ব্যাহত করতেই এ হামলা চালানো হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে এসব জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ সমূলে নির্মূল করা সম্ভব।
×