ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জীববৈচিত্র্য রক্ষায় সংসদে বিল

প্রকাশিত: ০৮:৩২, ২৮ জুলাই ২০১৬

জীববৈচিত্র্য রক্ষায় সংসদে বিল

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশের ‘জীববৈচিত্র্য’ রক্ষায় ‘বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৬’ নামে একটি বিল জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপন করা হয়েছে। বিলে এই আইন অমান্য করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদ- ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিলটি সংসদে উত্থাপনের বিরোধিতা করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। জবাবে মন্ত্রী বলেন, আমাদের সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে বলা আছে, জীববৈচিত্র্য সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। এখানে আমাদের বাধ্যবাধকতা আছে। তাছাড়া এ বিষয়ে আন্তর্জাতিক সনদ ‘কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি’তে বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে। এ হিসেবেও আমাদের দায়বদ্ধতা আছে। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ ও তার উপাদানসমূহের টেকসই ব্যবহার, জীবসম্পদ ও তদসংশ্লিষ্ট জ্ঞান ব্যবহার হতে সুফলের সুষ্ঠু ও ন্যায্য হিস্যা বণ্টন এবং আনুষাঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করতে বিলটি প্রণয়ন করা হয়েছে। মন্ত্রীর জবাবের পর কণ্ঠভোটে প্রত্যাহারের প্রস্তাব নাকচ হয়ে যায়।
×