ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিষয় : বাংলা ভাষা ও সাহিত্য

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৮, ২৮ জুলাই ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১. চর্যাপদের পদকর্তাদের মধ্যে সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন- ক) কাহ্নপা খ) লুইপা গ) ভুসুকুপা ঘ) কুক্কুরীপা ২. চর্যাপদের সর্বশেষ কবি ক) শবরপা খ) ঢে›ঢনপা গ) চাটিলপা ঘ) সরহপা ৩.মধ্যযুগের কোন সাহিত্যে জ্যোতিষ ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে? ক) খনার বচন খ) ডাকের বচন গ) নিরন্দুনের রুষ্মা ঘ) শূন্যপুরাণ ৪. মঙ্গলকাব্যে প্রধানত কতটি অংশ থাকে? ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৩টি ৫. কার শাসনামলে বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনায় প্রবৃত্ত হন? ক) আলাউদ্দিন হুসেন শাহ খ) নেজাম শাহ গ) নুশরাতশাহ ঘ) ইলিয়াস শাহ ৬.‘সনকা’ মধ্যযুগের কোন কাব্যগ্রন্থের চরিত্র? ক) চ-ীমঙ্গল খ) অন্নদামঙ্গল গ) শ্রীকৃষ্ণকীর্ত্তন ঘ) মনসামঙ্গল ৭. মুকুন্দরাম চক্রবর্তী রচিত চ-ীমঙ্গলের নাম কী? ক) চ-ীমঙ্গল খ) শ্রী শ্রী চ-ীমঙ্গল গ) পদ্মাপুরাণ ঘ) কোনটিই নয় ৮. ভারতচন্দ্র রায়ুগুণাকার কার সভাকবি ছিলেন? ক) মহারাজ কৃষ্ণচন্দের খ) রঘুরাথ গ) নেজামশাহ ঘ) মানসিংহের ৯.‘শ্রী ধর্মমঙ্গল’ কাব্যটির রচয়িতা ক) শ্যামপ-িত বসু খ) ঘনারাম গ) শ্যামপ-িত ঘ) ময়ূর ভট্ট ১০.বাংলায় মহাভারতের প্রথম অনুবাদক ক) কীত্তিবাস ওঝা খ) কবীন্দ্র পরমেশ্বর গ) মালাধারবসু ঘ) পদ্মাবতী ১১.‘লায়লী ওয়ামজনুনৎ’ গ্রন্থটির রচয়িতা ক) ফারসী কবি ফেরদৌস খ) ফারসী কবি জামী গ) হিন্দি কবি সাধন ঘ) হিন্দি কবি মনঝন ১২.নাথ সাহিত্য সংগ্রহ ও সম্পাদনা করেছেন কে? ক) ড. দীনেশচন্দ সেন খ) ড. নলিনীকান্ত সেনগুপ্ত গ) ড. ফনীভূষণ দাসগুপ্ত ঘ) আবদুল করিম সাহিত্য বিশারদ ১৩.ঋধরৎু ঞধষবং কী? ক) রূপকথা খ) উপকথা গ) লোকগীতি ঘ) গীতিকা ১৪.‘লিপিমালা’ গ্রন্থটির রচয়িতা ক) উইলিয়াম কেরি খ) রামরাম বসু গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার ঘ) গোলক নাথ ১৫.বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকÑ ক) স্বর্ণকুমারী দেবী খ) পদ্মাবতী গ) সুফিয়া কামাল ঘ) সেলিনা রায়হান ১৬.‘কুন্দনন্দিনী’ কোন উপন্যাসের চরিত্র? ক) রাজসিংহ খ) সীতারাম গ) কপালকুন্তলা ঘ) বিষবৃক্ষ ১৭.‘উত্তম পুরুষ’ উপন্যাসটির রচয়িতাÑ ক) রাজিয়া খান খ) সত্যেনসেন গ) রশীদ করিম ঘ) দিলারা হাশেম ১৮.মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ‘জলাঙ্গী’ উপন্যাসটির রচয়িতা। ক) শওকত আলী খ) শওকত ওসমান গ) সৈয়দ শামসুল হক ঘ) রশীদ হায়দার ১৯. ‘হিমাংশু’ শব্দের সমার্থক নয় কোনটি? ক) শীতাংশু খ) সুধাংশু গ) শশধর ঘ) সুরপথ ২০. প্রাচ্য এর বিপরীত শব্দ কোনটি? ক) পুরাতন খ) প্রতীচ্য গ) অনুন্নত ঘ) সনাতন ২১. অন্য কর্তৃক বিবাহিতাÑ ক) অনূঢ়া খ) পারোঢ়া গ) অরণি ঘ) অনসূয়া ২২. রিকসা>রিসকা কিসের উদাহরণ? ক) বিষমীভবনের খ) ধ্বনি বিপর্যয়ের গ) বিপ্রকর্ষের ঘ) সম্প্রকর্ষ ২৩.গ্রিক শব্দ কোনটি? ক) তুফান খ) লুঙ্গী গ) দাম ঘ) প্যাগোডা ২৪.কোনটি গুণবাচক বিশেষ্য? ক) কিশোর খ) তারুণ্য গ) রোগা ঘ) পাথুরে ২৫. নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ ক) হুজুরাইন খ) ঠাকুরণ গ) পাগলী ঘ) ডাইনি উত্তর : ১.গ ২.ঘ ৩.খ ৪.খ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.ক ৯.খ ১০.খ ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.খ ২১.খ ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.ঘ
×