ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:২১, ২৮ জুলাই ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজারে বুধবার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে উভয় বাজারে লেনদেনও কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ১০ শতাংশ লেনদেন কমেছে। আগের দিনের ধারাবাহিকতায় বুধবারেও উভয় পুঁজিবাজারে রাষ্টায়ত্ত কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আলাদা আগ্রহ দেখা গেছে। বিশেষ করে প্রকৌশল খাতের তিনটি কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর, ন্যাশনাল টিউবস ও ইস্টার্ন ক্যাবলসের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা ছিল বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪০৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৪২ কোটি ৯৩ লাখ টাকার কম লেনদেন। আগের দিন ডিএসইতে ৪৪৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, সিঙ্গার বিডি, একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা ব্র্যাক হাউজিং ও সিভিও পেট্রো কেমিক্যাল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, আরামিট সিমেন্ট, এইচ আর টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, সোনালী আশ, সিঙ্গার বিডি, মুন্নু স্টাফলারস, সিভিও পেট্রো কেমিক্যাল ও এমএল১ম মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : প্রগতি লাইফ, মডার্ন ডাইং, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, দুলা মিয়া কটন, স্টাইল ক্রাফট, সানলাইফ ইন্স্যুরেন্স, হাক্কানী পাল্প, জেমিনি সী ফুড, ফার ইস্ট ফাইনান্স ও বিডি অটোকারস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, সিঙ্গার বিডি, গ্রামীণ ফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, ইসলামী ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও স্কয়ার ফার্মা।
×