ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়ে জুভেন্টাসে হিগুয়াইন

প্রকাশিত: ০৬:২০, ২৮ জুলাই ২০১৬

রেকর্ড গড়ে জুভেন্টাসে হিগুয়াইন

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত আটকে রাখা গেল না গাঞ্জালো হিগুয়াইনকে। আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে রেকর্ড মূল্যে স্বদেশী ক্লাব নেপোলি থেকে দলে ভিড়িয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ৯০ মিলিয়ন ইউরো দিয়ে হিগুয়াইনকে কেনায় সে এখন বিশ্বের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ দামী ফুটবলার। মূল্য হিসেবে হিগুয়াইনের উপরে আছেন শুধু গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হিগুয়াইনের এই ডিগবাজিকে ভালভাবে নেয়নি নেপোলি। তাই তো তারা তাকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছে। গত মৌসুমে নেপোলির জার্সি গায়ে হিগুয়াইন করেছিলেন ৩৬ গোল। ইতালিয়ান লীগের এক মৌসুমে এটিই সবচেয়ে বেশি গোলের রেকর্ড। হিগুয়াইনের দুর্দান্ত নৈপুণ্যের সুবাদে ১৯৯০ সালের পর নেপোলিও চলে গিয়েছিল শিরোপা জয়ের কাছাকাছি। শেষ পর্যন্ত ট্রফি জিততে না পারলেও তার পারফর্মেন্সে তৃপ্ত ছিল দিয়াগো ম্যারাডোনার সাবেক ক্লাব। এ কারণেই আসন্ন মৌসুমে হিগুয়াইনের দিকে তাকিয়েই নতুন করে শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন নেপোলির সমর্থকরা। কিন্তু এবারের মৌসুম শুরুর আগ মুহূর্তেই তিনি দিলেন ডিগবাজি। হিগুয়াইনকে দলে ভেড়াতে ইতালির টান্সফার ফির নতুন রেকর্ডই গড়তে হয়েছে জুভেন্টাসকে। ২০১৩ সালে ৩৪.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ থেকে নেপোলিতে এসেছিলেন হিগুয়াইন। আর নেপোলি থেকে পাঁচ বছরের চুক্তিতে জুভেন্টাসে গেছেন ৭৫.৩ মিলিয়ন পাউন্ডের (৯০ মিলিয়ান ইউরো) বিনিময়ে। ইতালিতে এটাই সবচেয়ে বেশি ট্রান্সফার ফির নতুন রেকর্ড। এর চেয়ে বেশি অর্থ খরচ করে খেলোয়াড় কেনার রেকর্ড ইউরোপিয়ান ফুটবলেই দেখা গেছে মাত্র দুইবার। গ্যারেথ বেল ৮৫.১ মিলিয়ন পাউন্ড (১০০ মিলিয়ন ইউরো) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৮৩.৭ মিলিয়ন পাউন্ডে (৯৪ মিলিয়ন ইউরো) দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। অর্থাৎ ‘বাই আউট ক্লজ’ মিটিয়ে হিগুয়াইনকে দলে নিতে ফুটবল বিশ্বে তৃতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি দিচ্ছে জুভেন্টাস। ২০০৫ সালে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের জার্সি গায়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন হিগুয়াইন। দুই বছর পরেই যোগ দেন ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে। ২০০৭-২০১৩ সাল পর্যন্ত রিয়ালের হয়ে জিতেছেন তিন লা লিগা ও একটি কোপা ডেল’রে শিরোপা। নেপোলিতে তিন মৌসুম খেলে অবশ্য খুব বেশি সাফল্য পাননি আর্জেন্টাইন তারকা। ২০১৩-১৪ মৌসুমে শুধু জিততে পেরেছেন ইতালিয়ান কাপ শিরোপা। ইতালির কোন ক্লাব এত টাকা খরচ করে এর আগে কোন খেলোয়াড় ক্রয় করেনি। ২০০০ সালে পার্মা থেকে ল্যা?জিওতে এসেছিলেন আর্জেন্টাইন ফুটবলার হার্নান ক্রেসপো। তার দাম ছিল সে সময়কার বিশ্ব রেকর্ড ৫৫ মিলিয়ন ইউরো। নেপোলি কিছুতেই হিগুয়াইনকে বিক্রি করতে চায়নি। জুভেন্টাস হিগুয়াইনের ‘রিলিজ ক্লজে’র পুরোটাই তাই শোধ করতে বাধ্য হয়েছে। এ কারণেই তার দাম এত অবিশ্বাস্য অঙ্ক ছুঁয়েছে। বাংলাদেশী মুদ্রায় হিগুয়াইনকে কিনতে জুভেন্টাসের খরচ হয়েছে ৭৭৭ কোটি টাকা! স্বাভাবিকভাবেই হিগুয়াইন দল ছাড়ায় তার উপর চটেছে নেপোলি। ক্লাবটির মালিক আউরেলিও দ্য লরেন্টিলস তাকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছেন।
×