ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাল্লেকেলে টেস্টে খেলছে বৃষ্টিও

লেগি সানদাকানের বিরল নজির

প্রকাশিত: ০৬:২০, ২৮ জুলাই ২০১৬

লেগি সানদাকানের বিরল নজির

স্পোর্টস রিপোর্টার ॥ পাল্লেকেলে টেস্টে যথারীতি চলছে বৃষ্টি ও বোলারদের দাপট। প্রথম দিনে ৫২.২ ওভারে পড়েছিল ১২ উইকেট। বুধবার দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৬১.৪ ওভার এবং উইকেট পড়েছে আরও ৯টি। দুইদিনে বৃষ্টির পেটে ৬৮ ওভার, এরপরও সব মিলিয়ে পতন হয়েছে ২১ উইকেটের! যেখানে কিছুটা দৃঢ়তা দেখিয়ে এগিয়ে সফরকারী অস্ট্রেলিয়া। লঙ্কানদের ১১৭/১০Ñএর বিপরীতে কাল অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ২০৩ রান করে স্টিভেন স্মিথের দল। জবাবে দ্বিতীয় ইনিংসে ৬ রান তুলতেই লঙ্কানরা হারিয়েছে ১ উইকেট। ইনিংস হার এড়াতে এখানও চাই ৮০ রান। তবে স্বাগতিকদের বড় প্রাপ্তি লক্ষ্মণ সানদাকান, ‘বাঁহাতি লেগস্পিনার’ হিসেবে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের নতুন নজির গড়েছেন (৪/৫৮) গড়েছেন ২৫ বছর বয়সী এই চায়নাম্যান বোলার। ভেঙ্গে দিয়েছেন ৮১ বছরের পুরনো এক রেকর্ড। প্রথম ইনিংসে সানদাকানের বোলিং ২১.২-৩-৫৮-৪। ‘বাঁহাতি লেগস্পিনার’ হিসেবে আগের সেরা রেকর্ডটি ছিল চাক ফ্লিটউড স্মিথের দখলে। এ যুগের ক্রিকেটপ্রেমীদের পক্ষে নামটা চেনার কথা নয়। সেটি যে ৮১ বছর আগের ঘটনা। ১৯৩৫ সালে নিজের অভিষেক টেস্টে ৬৪ রান দিয়ে ৪ উইকেট পেয়েছিলেন সাবেক এই অস্ট্রেলিয়ান। ২ উইকেটে ৬৬ রান নিয়ে দিন শুরু করে অসিরা। শুরুতেই ধাক্কা, মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ (৩০) ও উসমান খাজা (২৬)। এরপরও ৬০ রানের এক জুটিতে অস্ট্রেলিয়াকে লিড এনে দেন এ্যাডাম ভোগস (৪৭) ও মিচেল মার্শ (৩১)। এরপরই নিয়মিত উইকেট হারায় সফরকারীরা। রঙ্গনা হেরাথ ও সান্দাকানের ঘূর্ণি জাদুতে নাজেহাল হয়েছেন প্রায় সবাই। শেষ দিকে স্টিভ ও’কেফে (২৩), মিচেল স্টার্ক (১১) ও নাথান লোয়ন (১৭) মিলে অস্ট্রেলিয়াকে ২শ’ পার করিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ রানেই ১ উইকেট হারায় লঙ্কানরা। বৃষ্টি মাথায় নিয়ে চা-বিরতিতে যায় দুই দল। শেষ সেশনে আর খেলা হয়নি। প্রথম দিনেও চা-বিরতির পর আর খেলা মাঠে গড়ায়নি। তবে এরই মাঝে চলে উইকেট-বৃষ্টি। দুইদিনে মাত্র ১১৬ ওভারে পড়ে ২১ উইকেট। ফল শ্রীলঙ্কার ১১৭Ñএর জবাবে প্রথম ইনিংসে ২শ’ পার করেই অলআউট অস্ট্রেলিয়া। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ১১৭/১০ (৩৪.২ ওভার; ধনঞ্জয় ২৪, কুশল পেরেরা ২০, সানদাকান ১৯*, ম্যাথুস ১৫, চান্দিমাল ১৫, কুশল মেন্ডিস ৮, করুনরাতেœ ৫, কুশল সিলভা ৪; লেয়ন ৩/১২, হ্যাজলউড ৩/২১, ও’কেফে ২/৩১, স্টার্ক ২/৫১) ও দ্বিতীয় ইনিংস ৬/১ (২.২ ওভার; কুশল সিলভা ২*, কুশল পেরেরা ৪; স্টার্ক ১/৩) অস্ট্রেলিয়া প্রথম ইনংস ২০৩/১০ (৭৯.২ ওভার; ভোগস ৪৭, মিচেল মার্শ ৩১, স্মিথ ৩০, খাজা ২৬, ও’কেফে ২৩, লেয়ন ১৭, স্টার্ক ১১; হেরাথ ৪/৪৯, সানদাকান ৪/৫৮, প্রদীপ ২/৩৬) * দ্বিতীয় দিন শেষে
×