ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিকের বিপর্যয় দেখছেন পুতিন

প্রকাশিত: ০৬:১৯, ২৮ জুলাই ২০১৬

রিও অলিম্পিকের বিপর্যয় দেখছেন পুতিন

স্পোর্টস রিপোর্টার ॥ দোরগোড়ায় রিও অলিম্পিক। ক্রীড়া জগতের মহাযজ্ঞ অলিম্পিক শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাশিয়া। কেননা এবারের অলিম্পিকে যে নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পুরো রাশিয়াকে নিষিদ্ধ করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। রবিবার পর্যন্ত রিও অলিম্পিকে নিষিদ্ধ হওয়া রাশিয়ার এ্যাথলেটের সংখ্যা হলো ৪১। আর ট্র্যাক এ্যান্ড ফিল্ডের ৬৭ এ্যাথলেট তো আগে থেকেই নিষিদ্ধ হয় আন্তর্জাতিক এ্যাসোসিয়েশন অব এ্যাথলেটিক ফেডারেশন কর্তৃক। মূলত ডোপিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার কারণেই রাশিয়ার ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা হয়। তবে রিও অলিম্পিকের আগে এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বুধবার রিও অলিম্পিকগামী রাশিয়ার এ্যাথলেটদের সঙ্গে ক্রেমলিনে সাক্ষাত করেন ভøাদিমির পুতিন। আর সেখানেই ক্ষোভ প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘এমন সিদ্ধান্তের কারণে রিও অলিম্পিকে প্রতিযোগিতার যে লড়াকু পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল তার বিপর্যয় ঘটবে। এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘অলিম্পিকে বিভিন্ন ক্যাটাগরিতেই শীর্ষস্থান দখল করে রেখেছে রাশিয়ার এ্যাথলেটরা। এবার রাশিয়ার প্রতিযোগীদের অনুপস্থিতির কারণে সুস্পষ্টভাবেই প্রতিদ্বন্দ্বিতার সেই তীব্রতাটা কমে যাবে।’ রাশিয়ায় এ্যাথলেটরা রাষ্ট্রীয় মদদে ২০১১-২০১৫ সময়কালে বিভিন্ন প্রতিযোগিতায় নিষিদ্ধ শক্তিবর্ধক ওষুধ সেবন করেছিলেন। এ অভিযোগ প্রমাণ হওয়ার পরই নিষেধাজ্ঞা জারি করা হয়। তদন্তে বলা হয়, ২০১২ সালের লন্ডন অলিম্পিক এবং সোচিতে ২০১৪ সালের শীতকালীন অলিম্পিকে রুশ এ্যাথলেটরা ডোপিং করেছিলেন এবং তার প্রমাণ নষ্ট করার কাজে ক্রীড়া প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এর ফলেই আইএএএফ এবং আইওসি রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। শেষপর্যন্ত একশরও বেশি এ্যাথলেটকে নিষিদ্ধ করা হয়। তবে রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা, এলিনা ইসিনবায়েভার মতো তারকাদের ছাড়া যে রিও অলিম্পিক তার সৌন্দর্য হারাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
×