ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন ফেদেরার

প্রকাশিত: ০৬:১৮, ২৮ জুলাই ২০১৬

অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ চোট শঙ্কায় ভোগছিলেন রজার ফেদেরার। শেষ পর্যন্ত সেটাই বাস্তবে পরিণত হলো। টেনিস বিশ্বকে হতাশায় ডুবিয়ে রিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। শুধু অলিম্পিকই নয়, হাঁটুর ইনজুরির কারণে মূলত ২০১৬ মৌসুমের বাকি সময়টাও বিশ্রামে থাকার ইঙ্গিত দিয়েছেন সুইস সেনসেশন। মঙ্গলবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ফেডএক্সপ্রেস। এ প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে ১৭ গ্র্যান্ডসøাম জয়ের মালিক রজার ফেদেরার দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে, রিও অলিম্পিকে সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করছি না। একইসঙ্গে মৌসুমের বাকি সময়টাও আমার আর কোর্টে নামা হবে না। চিকিৎসক ও আমার পুরো দলের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পরেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। চলতি বছরের শুরুতেই হাঁটুর অস্ত্রোপচারের পর আমার আরও নিবিড় পুনর্বাসনের প্রয়োজন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আরও কয়েক বছর যদি ইনজুরি মুক্ত হয়ে এটিপি ট্যুরে অংশ নিতে চাই তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য দুই হাঁটুকেই যথাযথ বিশ্রাম ও সময় দিতে হবে।’ আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলে শুরু হবে এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক। চার বছর আগে লন্ডন অলিম্পিকে পুরুষ এককে রৌপ্য পদক পেয়েছিলেন। তারও আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিকে স্বদেশী স্টানিসøাস ওয়ারিঙ্কাকে সঙ্গে নিয়ে ডাবলসে স্বর্ণপদক জয়ের কৃতিত্বও দেখিয়েছিলেন রজার ফেদেরার।
×