ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিওতে চমক দেখাতে চান কারবার

প্রকাশিত: ০৬:১৭, ২৮ জুলাই ২০১৬

রিওতে চমক দেখাতে চান কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছরটা দারুণভাবেই শুরু করেন এ্যাঞ্জেলিক কারবার অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হয়ে। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। সেইসঙ্গে টেনিসের জীবন্ত কিংবদন্তি স্টেফি গ্রাফের পর জার্মানির প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডসøাম জয়ের কীর্তিও গড়েন তিনি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ান ওপেনের পর উইম্বলডনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন কারবার। কিন্তু এবার আর সেরেনার বিপক্ষে পারেননি তিনি। যে কারণে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে উইম্বলডনের ফাইনালিস্ট এ্যাঞ্জেলিক কারবারের চোখ এখন রিও অলিম্পিকে। স্বপ্নের অলিম্পিকে যে কোন পদক জিততেই মরিয়া ২৮ বছর বয়সী এই জার্মান তারকা। এ প্রসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বারে থাকা এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘রিও অলিম্পিকে যে কোন একটি পদক জিততে চাই। তবে স্বর্ণ জিততে পারলে তো স্বপ্নটা সঠিকভাবেই বাস্তবতার আলো দেখবে।’ চার বছর আগে লন্ডন অলিম্পিকে খুব বেশি সবিধা করতে পারেননি তিনি। টর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েছিলেন এই জার্মান তারকা। কিন্তু লন্ডন অলিম্পিকের চেয়ে রিওতে এবার অনেক অভিজ্ঞতা নিয়েই কোর্টে নামবেন তিনি। কারবার নিজেও স্বীকার করেছেন তা। জানিয়েছেন লন্ডনে যে ভুল করেছিলেন সেখান থেকে শিক্ষা নিয়েই রিও অলিম্পিকের কোর্টে নামবেন তিনি। এ বিষয়ে ৯টি ডব্লিউটিএ জয়ী এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘২০১২ সালের লন্ডন অলিম্পিকে আমি যেভাবে চেয়েছি ঠিক সেভাবে খেলতে পারিনি। যদিওবা শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলাম। তবে গত কয়েক বছরে আমি অনেক অভিজ্ঞতা লাভ করেছি। যা এবার কাজে লাগাতে পারবো বলেই মনে করি আমি।’
×